প্রেসক্লাবের সামনে হিযবুত তাহরীর ঝটিকা মিছিল: আটক ৩৯

0
154
Print Friendly, PDF & Email

ঢাকা  (২৯ ডিসেম্বর( : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঝটিকা মিছিল করেছে হিযবুত তাহরীর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে হিযবুত তাহরীর একদল নেতাকর্মী হঠাৎ করেই ঝটিকা মিছিল করে।

এসময় প্রেসক্লাবের সামনে অবস্থানরত পুলিশ তাদের লক্ষ করে টিয়ার শেল নিক্ষেপ করে ব্যাপক লাঠিচার্জ করে। এসময় হিযবুত তাহরীর নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এলাকার লোকজন দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই এসময় জাতীয়  প্রেসক্লাব ও বিএমএ ভবনে ঢুকে পড়েন।

এদিকে, ঝটিকা মিছিল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। এর পর র‌্যাব এবং পুলিশ বিএমএ ভবন ঘেরাও করে ব্যাপক তল্লাশি শুরু করে।

এখান থেকে নির্বিচারে আরও ৩২ জনকে আটক করে তারা। এনিয়ে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন