এক সিডিতে উইন্ডোজের নানা সমাধান

0
193
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(ডিসেম্বর):মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের বিভিন্ন সময়ে পড়তে হয় নানা ধরনের সমস্যায়। ছোট ছোট বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলো সহজে সমাধান সম্ভব। ছাড়া জরুরি বিভিন্ন কাজও করতে হয় মাঝেমধ্যে।
উইন্ডোজের নানা সমস্যার সমাধান নিয়ে বাজারে এসেছেউইন সিকিউরনামের একটি সফটওয়্যার। উইন্ডোজের বিভিন্ন সমস্যা সমাধানে এটি একটি নিরাপত্তাব্যবস্থা।বাংলাদেশি প্রতিষ্ঠান কোয়ারি সফটের তৈরি সফটওয়্যারটিতে একসঙ্গে পাওয়া যাবে বিভিন্ন সমাধান। যার মধ্যে রয়েছে সহজে উইন্ডোজ ব্যাকআপ এবং রিস্টোর পদ্ধতি, ভাইরাস প্রটেকশন, ইউএসবি অটোরান প্রটেকশন, প্রতিদিন ব্যবহারে যেসব অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়, সেগুলো দূর করতে উইন্ডোজ ভ্যাকসিন ইউটিলিটি ইত্যাদি। মূলত প্রতিদিন তৈরি হওয়া বেশ কিছু সমস্যার সমাধান সম্ভব সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে। ছাড়া উইন্ডোজের ব্যবহারিক ত্রুটির কারণে অথবা নতুন অ্যাপ্লিকেশন বা গেমস ইনস্টল অথবা আনইনস্টল করার সময় তৈরি হওয়া বিভিন্ন সমস্যাও সমাধান সহজে সম্ভব। এক কথায় সহজে এবং দ্রুত উইন্ডোজের নানা ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে। এক বছর একজন ব্যবহারকারীর জন্য দাম ৫৫০ টাকা। বিস্তারিত www.qs4bd.com.

 

নিউজরুম

 

শেয়ার করুন