সাপের ঝাঁপি নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ঝাঁপি

0
720
Print Friendly, PDF & Email

ঢাকা (২৮ ডিসেম্বর) : প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যরা খালেদা জিয়ার গণসংযোগের সফলতা দেখে কাঁপতে শুরু করেছেন। প্রচণ্ড শীতে মানুষ মরলেও সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের নেত্রীর মাথায় সাপের ঝাঁপি নয়, গণতন্ত্র পুরুদ্ধারের ঝাঁপি। আজ সকালে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত কারারুদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতার মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জয়নুল আবদিন বলেন, “রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছেন’ এমন উক্তি যখন করেন, তখন উত্তর না দিয়ে পারি না।

আমাদের নেত্রীর মাথায় সাপের ঝাঁপি নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ঝাঁপি।”

নিউজরুম


শেয়ার করুন