সেবা খাতে দুর্নীতি ২১ হাজার কোটি টাকা

0
593
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট (২৮ ডিসেম্বর) : 

সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে শ্রম অভিবাসন খাতে। ২০১১ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে এ খাতে শতকরা ৭৭ ভাগ দুর্নীতি হয়েছে। এর পরেই রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোতে ৭৫ দশমিক ৮ ভাগ দুর্নীতি হয়েছে। এর পরেই যেসব খাত রয়েছে সেসবের মধ্যে রয়েছে- ভূমি প্রশাসন, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কৃষি, বিদ্যুৎ, কর ও শুল্ক, ব্যাংকিং, বীমা, এনজিও এবং অন্যান্য খাত। আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)  জাতীয় খানা জরিপ ২০১২ এর ফল প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়েছে- সেবা খাতে ১ বছরে দুর্নীতি হয়েছে ২১ হাজার ৯৫৫ দশমিক ৬ কোটি টাকা। সংবাদ সম্মেলনে বলা হয় কেবল সেবা খাতের এক বছরের দুর্নিিতর টাকা দিযেই পদ্মা সেতু তৈরী সম্ভব।

নিউজরুম

শেয়ার করুন