ঢাকা (২৮ ডিসেম্বর): যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলের নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঝাঁপি খুলে নেমেছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ শুক্রবার সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে দলের ঢাকা মহানগরের এক সভায় এ কথা বলেন।
রাশেদ খান মেনন অভিযোগ করেন, খালেদা জিয়ার এখন আর কোনো রাখঢাক নেই। তিনি এখন ঝাঁপি খুলেই মাঠে নেমেছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়, যুদ্ধাপরাধীদের রক্ষা করাই তার আন্দোলনের ল্য।
তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার সফল করতে জনগণ প্রয়োজনে তাকেই (খালেদা জিয়া) ঘেরাও করবে।
তিনি আরো বলেন, জনগণের ঐক্যে ফাটল সৃষ্টি হয়, এমন কোনো পদপে নেয়া ঠিক হবে না। বিএনপি জনগণের এ ধরনের অসন্তোষকে তাদের হীন উদ্দেশ্য পূরণের জন্য কাজে লাগাবে।
৩১ ডিসেম্বর সাত দলের বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতির জন্য অনুষ্ঠিত সভায় সরকারের প্রতি বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়াতে আহ্বান জানান তিনি।
নিউজরুম