কৃষি ডেস্ক(২৮ডিসেম্বর): যশোরের কেশবপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মোড়কে নতুন করে মেয়াদের তারিখ লিখে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জানা গেছে, গত বুধবার উপজেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মেসার্স হাসান ট্রেডার্স নামের এটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে নতুন করে মেয়াদ লেখা মেয়াদোত্তীর্ণ কীটনাশকসহ ১০ ধরনের ওষুধ জব্দ করা হয়। পরে ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটির মালিক আবদুল হামিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নিউজরুম