ধরমপাশায় সেই ফসল রক্ষা বাঁধ মেরামত শুরু

0
195
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(ডিসেম্বর):সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মাছ শিকারের উদ্দেশ্যে কেটে ফেলা সেই ফসল রক্ষা বাঁধে মাটি ভরাট করা হচ্ছে। শ্রমিক দিয়ে বাঁধের কেটে ফেলা চারটি স্থান মেরামতের কাজ গত শনিবার থেকে শুরু হয়েছে।
উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনার থাল হাওরের হুলাসখালী বাঁধটির চার স্থানে মাস দেড়েক আগে কেটে ফেলা হয়। এরপর সেখানে স্থানীয় জেলেদের দিয়ে মাছ শিকার করানো হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম ওরফে বুলবুল এর সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে। বাঁধ কাটার কারণে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি মানুষ যান চলাচল বিঘ্নিত হয়। নিয়ে ২১ ডিসেম্বরআওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে অভিযোগ/ধরমপাশায় ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকারশিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
বাঁধে মাটি ভরাটের কাজে নিয়োজিত প্রতিনিধি সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজুল মিয়া জানান, গত শনিবার থেকে শ্রমিক দিয়ে বাঁধটির মেরামতকাজ চলছে। যাঁরা সেখানে মাছ ধরেছেন, তাঁদের কাছ থেকে বেশ কিছু টাকা জরিমানা রাখা হয়েছিল বলে শোনা গেছে। ওই টাকা উপজেলা স্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতার সমন্বয়ে গঠিত কমিটির কাছে রয়েছে। সেই টাকা দিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হচ্ছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন