বিনোদন ডেস্ক (২৮ডিসেম্বর):কক্সবাজার সমুদ্রসৈকতে সাম্পানের ওপর তৈরি হচ্ছে নাটকের মঞ্চ। আজ শুক্রবার বিকেল চারটায় এই মঞ্চে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক দ্য টেম্পেস্ট। আর কক্সবাজার সমুদ্রসৈকত থেকে নাটকটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ জানান, দ্য টেম্পেস্ট, ধাবমান ও বিনোদিনী নাটক নিয়ে কক্সবাজার যাচ্ছে ঢাকা থিয়েটার। কক্সবাজারের পর ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রামুতে মঞ্চস্থ হবে নাটক ধাবমান এবং ৩০ ডিসেম্বর কক্সবাজার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক বিনোদিনী। নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘সম্প্রতি রামুতে ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদে আমরা সেখানে ধাবমান নাটকটির প্রদর্শনী করব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্থানীয় শাখাগুলো আমাদের সহায়তা করছে।’
নিউজরুম