ঢাকা (২৮ ডিসেম্বর) : রাজধানীর শেরেবাংলানগরে বাসচাপায় ২জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় শেরেবাংলানগরের উড়োজাহাজ ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।
এদের একজন অজ্ঞাত (৫৫) পুরুষ। অন্যজনের নাম আকলিমা(২৭)। তিনি গার্মেন্টকর্মী। বাসা মিরপুর- ১১ নম্বর সেকশনে।
শেরেবাংলা থানার ডিউটি অফিসার মো. বজলার রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় উক্ত থানাধীন উড়োজাহাজ ক্রসিংয়ে হানিফ পরিবহন ও শিকর পরিবহনের সংঘর্ষ হলে এ দুজনের মৃত্যু হয়।
এদিকে ওই ঘটনায় উপ পরিদর্শক (এসআই) সাদেকুল রহমান লাশ দু’টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
তবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে আকলিমার লাশ শনাক্ত করেন তার দুলাভাই মানিক। ময়নাতদন্ত শেষে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজরুম