নিউইংল্যান্ড (২৮ ডিসেম্বর): বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে তুষার ঝড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদিন স্থানীয় সময় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এক ফুট তুষারে ঢাকা পড়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য।
সেই সঙ্গে ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টিতে পিচ্ছিল সড়ক ও মহাসড়কগুলোতে এখনও অহরহ দুর্ঘটনা ঘটছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানের কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন হাজার হাজার বিমানযাত্রী।
নিউজরুম