মুন্সীগঞ্জ (২৮ ডিসেম্বর) : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চাওতি পাড়ায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের ঢাকা এবং স্থানীয় হাসপাতলে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, ডি এম পরিবহন ও ইলিশ পরিবহনের দু’টি বাসের মধ্যে এ সংর্ঘষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিউজরুম