ঢাকা (২৭ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের আগস্টে উপজেলা পরিষদের নির্বাচন করা হবে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মো. শাহনেওয়াজ বলেন, কমিশন সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নিয়েছে। সে জন্য উপজেলা নির্বাচন বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধিমালা চূড়ান্ত হলে নির্বাচনের প্রাথমিক কাজ শুরু করা হবে।
আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে উপজেলা নির্বাচন করতে হবে। এই হিসাবে ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৪ সালের জানুয়ারির মধ্যে উপজেলা নির্বাচন করতে হবে।
শাহনেওয়াজ জানান, আগামী বছরের মে মাসে চার সিটি করপোরেশন (রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল) নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী মার্চ থেকে আগস্টের মধ্যে চার সিটির নির্বাচন করার কথা রয়েছে। এ নির্বাচন শেষে উপজেলা নির্বাচনের কাজ শুরু হবে।
সর্বশেষ ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা এবং ২০০৮ সালের ৪ আগস্ট চার সিটিতে নির্বাচন হয়েছিল।
নিউজিরুম