এই যে ফেরদৌস

0
259
Print Friendly, PDF & Email

মেহেদী মাসুদ ‘দুঃখিত, আমার আসতে একটু দেরি হচ্ছে’ ২৪ ডিসেম্বর দুপুরে মুঠোফোন বার্তায় জানালেন ফেরদৌসপ্রথম আলোর কার্যালয়ে তিনি এলেন সন্ধ্যার একটু আগে
‘কোথায় ছিলেন?’
‘চ্যানেল আই অফিসেভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার গালা রাউন্ড হবে কাল (২৫ ডিসেম্বর) সন্ধ্যায়এই অনুষ্ঠানে আগেরবারের সেরা হাসিনের সঙ্গে পারফর্ম করতে হবেতারই মহড়া হয়েছে
অভিনেতা ফেরদৌসবাংলাদেশ ও ভারতের বাংলা ছবিতে চুটিয়ে অভিনয় করছেনঅভিনয়ের পাশাপাশি হচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতার (রিয়ালিটি শো) বিচারকউপস্থাপনা করছেন, বিভিন্ন অনুষ্ঠানে নাচছেনআড্ডার শুরুতেই এল প্রসঙ্গটিফেরদৌস বললেন, ‘আমাদের বাণিজ্যিক ছবির ভাবনা একটা জায়গায় আটকে আছেসেই একই ধাঁচের গল্প, একই রকম চরিত্র, একই ধরনের গান, নাচ, ফাইট—অনেকগুলো বছর তো হলো, কিন্তু দৃষ্টিভঙ্গির এতটুকু পরিবর্তন হয়নিদর্শকের কথা কী বলব, আমার নিজের কাছেই একঘেয়েমি মনে হয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের একটা পরিবর্তন আমি নিজেই আনতে চেয়েছি
কলকাতার ইটিভি বাংলার রিয়েলিটি শো ‘ঝুম তা রা রা’তে ফেরদৌসের সঙ্গে বিচারক ছিলেন সরোজ খান ও বিক্রম ঘোষআর ‘স্ট্রিট ড্যান্সার’ অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দানী দত্ত ও বারখাবাংলাদেশে এরই মধ্যে তিনি শেষ করেছেন ‘সেরা নাচিয়ে’এখন কাজ করছেন বাংলাভিশনে ‘নাচো বাংলাদেশ নাচো’ এবং এশিয়ান টিভির ‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানেনাচের অনুষ্ঠানে ফেরদৌস বিচারক হচ্ছেন, আবার নাচছেনএবার একটি প্রশ্ন সবার মনেই আসবে—ফেরদৌস নাচ শিখেছেন কবে?
ফেরদৌস বললেন, ‘আমার প্রথম ছবি হঠা বৃষ্টি (১৯৯৮)এই ছবিতে কাজ করার দুই বছর আগে আমার পরিচয় হয়েছিল আমির হোসেন বাবুর সঙ্গেতিনি আমাকে তখন নাচ ময়ূরী নাচ ছবির নায়ক হিসেবে ভাবছিলেনকিন্তু তার আগে তো নাচ শিখতে হবেনাচব!—ভাবতেই হাসি পেততখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রবাবু ভাই আমাদের নাচ শেখানোর দায়িত্ব দিলেন রহিমকেআমাদের বলছি কারণ, তখন আমি, রিয়াজ আর শাকিল খান একই সঙ্গে নাচ শিখতাম
ফেরদৌস আরও বললেন, ‘কলকাতার ছবিতে কাজ করতে গিয়ে আমার অনেক ধারণা পাল্টে গেছেওখানে একজন শিল্পী নিজেকে কোনো একটি জায়গায় আটকে রাখছেন নাঅভিনয়ের পাশাপাশি নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেনতাঁদের দেখেই আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে
নতুন বছরটা ফেরদৌসের জন্য খুবই গুরুত্বপূর্ণভারতের শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে ফেরদৌস আরেকটা ব্যাপার শিখেছেন—পরের বছরটি কেমন যাবে, এক বছর আগে থেকেই তা পরিকল্পনা করানতুন বছরের অনেক পরিকল্পনার কথা জানালেন ফেরদৌস—আগামী বছর বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর গোটা বিশেক ছবি মুক্তি পাবেবাংলাদেশের ছবিগুলোর মধ্যে রয়েছে শোভনের স্বাধীনতা, অন্তর্ধান, ৬৯ পাতলাখান লেন, দুই বেয়াইয়ের কীর্তি, ভাবীর আদর, সোহাগপুর, নেকড়ে অরণ্য ইত্যাদিরয়েছে তাঁর নিজের প্রযোজিত ছবি এক কাপ চামঞ্চনাটকে অভিনয়ের ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে তাঁরব্যাপারটি নিয়ে কথা বলেছেন ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফের সঙ্গেকলকাতায় মনোজ মিত্র মঞ্চের জন্য একটি গল্প তৈরি করে রেখেছেনগল্পটি দুজন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়েকে নিয়েতিনি চান, ফেরদৌস মঞ্চে শুরুতেই এই গল্পের নাটকে অভিনয় করুকফেরদৌসেরও তেমনই ইচ্ছাএক কাপ চার পর তিনি আরেকটি ছবির কাজ শুরু করবেনতাঁর এবারের ছবিটি হবে আনিসুল হকের ফাঁদ উপন্যাস নিয়েএক কাপ চা ছবির গান তৈরি করতে গিয়ে গান নিয়ে অনেক আলোচনা হয়েছে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গেফুয়াদ তাঁকে গান গাওয়ার ব্যাপারে অনেক উসাহ দিয়েছেনএকই উসাহ পেয়েছেন ইমন সাহার কাছ থেকেওতাই এখন ফেরদৌস গোপনে গোপনে গান গাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেনশাহনেওয়াজ কাকলীর জলরং ছবিতে অনেকগুলো কবিতা আবৃত্তি করেছেন ফেরদৌসএ কাজে তাঁকে সহযোগিতা করেছেন শিমুল মুস্তাফাআবৃত্তির একটা অ্যালবাম করারও ইচ্ছা আছে তাঁরইচ্ছে আছে চলচ্চিত্র পরিচালনা করারআর এই স্বপ্নটা তিনি দেখছেন অনেক বছর ধরেনিজের আরও একটা ইচ্ছার কথা জানালেন ফেরদৌস—বাবা, দাদা কিংবা নানা নয়, নায়ক থাকতে থাকতেই অভিনয় থেকে অবসর নেবেন তিনি
আড্ডা প্রায় শেষ হতে চললএ সময় ফেরদৌসের মুঠোফোনটা বেজে উঠলস্ত্রীর ফোনমেয়ে নুজহাত নাকি বায়না ধরেছে, তার জন্য ক্রিসমাস ট্রি আনতে হবেকারণ, পরদিন যে বড়দিনফেরদৌস এবার যাচ্ছেন মেয়ের জন্য ক্রিসমাস ট্রি সংগ্রহ করতে

 

নিউজরুম

 

শেয়ার করুন