ঢাকা (২৭ ডিসেম্বর) : ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি দিয়ে ফের চিঠি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা সিএমএম বিকাশ কুমার সাহার হাতে পোস্ট অফিসের মাধ্যম পাঠানো একটি চিঠি এসে পৌঁছেছে।
চিঠির খামে একটি চিরকুট এবং এক টুকরো সাদা কাফনের কাপড় ঢোকানো ছিল।
চিরকুটে রোমান হরফে বাংলায় কম্পিউটারে কম্পোজ করে লেখা হয়েছে –“তোদের সময় শেষ। তোরা নিজেদের কি ভাবিস? তোদের মিথ্যা বিচার আমরা মানি না। তোরা সরকারের পালিত কুকুর। এবার বুঝবি কত ধানে কত চাল। তোদের যা দিবো, তা সহ্য করতে পারবি না। তোদের সাথে শয়তানের দোস্তি। তোরা প্রশাসনের কাছে গেছস ক্যান? দেখি, তোদের প্রশাসন বাবায় তোদের কি হেলপ করে। তোরা পুলিশের পর আমাদের হাই টার্গেট। তোদের শিক্ষা দিবার জন্য আমাদের লোকজন মাঠে কাজ করছে। আর একজন নেতাকর্মীকে তোরা হয়রানি করলে তোদের একটা কিছু হারাবি। আমাদের কাজ শেষ হবেই হবে… ইনশাল্লাহ।”
এছাড়া খামের ভেতরে কাফনের কাপড় হিসেবে এক টুকরো সাদা কাপড় ঢোকানো ছিল।
উল্লেখ্য, ইতোপূর্বে ৮ ডিসেম্বর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ও ১৭ ডিসেম্বর লিখিতভাবে একইভাবে হুমকি দেওয়া হয়েছে।
নিউজরুম