আগামী বছরের সম্ভাব্য প্রযুক্তি-পণ্যগুলো (ভিডিও)

0
211
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(ডিসেম্বর): ২০১২ সালে বাজারে আসা প্রযুক্তিপণ্যগুলো হয়তো আপনাকে আশানুরূপ খুশিতেইরেখেছেআপনার হাতের নাগালে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে প্রয়োজনীয়অনেক কিছুই করতে পারছেন, আপনার গাড়ি হয়তো স্বয়ংক্রিয়ভাবেই চলছে বা আপনিভিডিও গেমে দেখছেন বিশাল পরিবর্তনএর চেয়ে আরও উন্নত প্রযুক্তিপণ্য চান? সেটা অবশ্য নির্ভর করছে আপনার পছন্দের ওপরআপনি যদি এখনও কাগজ-কলমব্যবহার করে চিঠি লেখার যুগেই পড়ে থাকেন, তাহলে হয়তো আপনার কিছু আসবেযাবে নাতবে প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে নাড়া দিতে ২০১৩ সাল প্রায়উপস্থিতআগামী বছরের বাজারের সম্ভাব্য প্রযুক্তিপণ্যের তালিকায় রয়েছেএক্সবক্স ৭২০, প্লেস্টেশন ৪, ব্ল্যাকবেরি ১০, মাইক্রোসফট সারফেস প্রো, আইপ্যাড ৫, আমাজন স্মার্টফোন, অগমেন্টেড রিয়েলিটি গ্লাস, ফুজিত্সু লাইফবুক২০১৩, ভাঁজ করা গাড়ি ও নমনীয় স্মার্টফোন

এক্সবক্স ৭২০
বর্তমানেবাজারে থাকা মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স৩৬০’-এর চাহিদা এখনো ফুরিয়েযায়নিতাই ২০১২ সালে নতুন গেম কনসোল আনার পরিকল্পনা থেকে সরে এসেছেমাইক্রোসফটপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগের তথ্য অনুযায়ী, চলতিবছরের ১৬ মার্চ নতুন গেম কনসোল বাজারে আনার বিষয়ে মাইক্রোসফট তথ্য প্রকাশকরেছিলমাইক্রোসফটের পক্ষ থেকে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো না হলেওবিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের নতুন গেমকনসোল নিয়ে গুজব চালু রয়েছেচলতি বছরের জুন মাসে লস অ্যাঞ্জেলেসেঅনুষ্ঠেয় ই৩ কনফারেন্সে মাইক্রোসফটের নতুন গেম কনসোল এক্সবক্স৭২০আসতেপারে এমন গুজবকে আনুষ্ঠানিকভাবেই নাকচ করে প্রতিষ্ঠানটিমাইক্রোসফটজানিয়েছে, ২০১৩ সালের শুরুতেই হয়তো দেখা মিলতে পারে এক্সবক্স৭২০নামেরগেম কনসোলটিরএক্সবক্স ৭২০ গেম কনসোলটিতে থাকবে উন্নত গ্রাফিকস, প্রসেসর ওমোশন সেন্সর প্রযুক্তির ব্যবহারএ কারণেই নতুন গেম কনসোলটিকে ভিনগ্রহেরগেম কনসোল হিসেবে আখ্যা দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা

প্লেস্টেশন ৪
সনিতাদের প্লেস্টেশন গেম কনসোলের পরবর্তী সংস্করণটি তৈরি করছেনতুনসংস্করণটি এখনো নির্মাণাধীন থাকলেও প্রযুক্তি বিশ্বে ইতিমধ্যে এটিপ্লেস্টেশন ৪নামেই পরিচিতি পেয়েছেএক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটভার্জ জানিয়েছে, নতুন কনসোলটির কোড নাম অরবিসরাখতে পারে সনিসামনেরবছর মাইক্রোসফটের এক্সবক্স কনসোলটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুনকনসোলটি বাজারে ছাড়বে সনি, এমনটাই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরানতুনগেম কনসোলে এএমডির তৈরি এক্স৬৩ সিপিইউ ও উন্নত গ্রাফিকস কার্ড যুক্ত করতেপারে সনিফলে কনসোলটি ৪০৯৬ বাই ২১৬০ রেজ্যুলুশনে ছবি দেখাতে সক্ষম হবে

ব্ল্যাকবেরি ১০
ব্ল্যাকবেরিতৈরি করে রিসার্চ ইন মোশন বা রিম খ্যাতি পেলেও কয়েক বছর ধরেঅ্যান্ড্রয়েড ও আইফোনের মতো স্মার্টফোনগুলো বাজারে আসার কারণেপ্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার মুখেই পড়েছেএ কঠিন সময়ে, আগামী বছরের৩০ জানুয়ারি ব্ল্যাকবেরি ১০ নামে বাজারে নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেমআনছে রিমবিবিসি জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমযুক্ত স্মার্টফোন ২০১২সালে বাজারে আসার কথা থাকলেও কয়েকবার সময় পেছানোর পর শেষ পর্যন্ত ২০১৩সালেই তা বাজারে আনছে রিমস্মার্টফোন বাজারে একসময় একচ্ছত্র আধিপত্যচালানো রিম প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল অ্যাপলের আইফোন এবং গুগলেরঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোর দৌরাত্ম্যে২০০৮ সালথেকে শেয়ারবাজারে রিমের শেয়ারের দাম কমেছে শতকরা ৯০ শতাংশেরও বেশিরিমজানিয়েছে, ব্ল্যাকবেরি ১০-এর সঙ্গে ব্ল্যাকবেরির দুটি নতুন মডেলেরস্মার্টফোন বাজারে আনবে তারাএর একটিতে থাকবে টাচস্ক্রিন, অন্যটিতেকোয়ারটি কি প্যাডস্মার্টফোন দুটির ব্ল্যাকবেরি জেড ১০ব্ল্যাকবেরিএন সিরিজহিসেবে বাজারে আসতে পারেস্মার্টফোন ছাড়াও ব্ল্যাকবেরি ১০অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটার বাজারে আনতে পারে রিম

আইপ্যাড ৫ ও আইফোন ৫এস
আইপ্যাডও আইফোনের পরবর্তী সংস্করণ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপলওয়াল স্ট্রিটজার্নালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নতুন ট্যাবলেটকম্পিউটারের নাম হতে পারে আইপ্যাড ৫ ও স্মার্টফোনের ক্ষেত্রে আইফোন ৫ এস৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি, পঞ্চম প্রজন্মের আইপ্যাড ও আইফোন ৫ এসআগামী বছরের মার্চ মাসের দিকে বাজারে আনতে পারে অ্যাপলপ্রযুক্তি বিষয়কবিভিন্ন ওয়েবসাইটে খবর রটেছে, আগামী বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ বছরেরপ্রথম তিন মাসের মধ্যেই সপ্তম প্রজন্মের স্মার্টফোন ও পঞ্চম প্রজন্মেরআইপ্যাডের ঘোষণা দিতে পারে অ্যাপলনতুন স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াওআগামী বছর নতুন প্রযুক্তির টেলিভিশনও তৈরি করতে পারে প্রযুক্তি বিশ্বেরঅন্যতম সেরা প্রতিষ্ঠানটিএদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার মুখেপড়তে হচ্ছে অ্যাপলকেসম্প্রতি আইপ্যাড মিনি বাজারে এনে প্রচলিত পণ্যতালিকার বাইরে গেছে প্রতিষ্ঠানটিতাই আগামী বছর বাজারের চাহিদা অনুযায়ীপণ্য তালিকায় বেশকিছু রদবদল করতে পারে অ্যাপলএ তালিকায় যুক্ত হচ্ছেআইপ্যাড মিনির পরবর্তী সংস্করণ ও আইপ্যাডের পঞ্চম সংস্করণএসব পণ্যেবর্তমানের চেয়ে অনেক বেশি হালকা-পাতলা ও আধুনিক প্রযুক্তি সমন্বিত করতেপারে অ্যাপল

উইন্ডোজ সারফেস প্রো
উইন্ডোজ আরটি নির্ভরট্যাবলেটের সাফল্যের পর ২০১৩ সালের জানুয়ারি মাসে উইন্ডোজ প্রোসংস্করণভিত্তিক সারফেসব্র্যান্ডের ট্যাবলেট বাজারে আনছে মাইক্রোসফটট্যাবলেটের দাম হবে ৮৯৯ মার্কিন ডলারবিবিসি অনলাইনের একটি প্রতিবেদনঅনুযায়ী, উইন্ডোজ প্রো সিরিজের সারফেস ট্যাবলেটে ইনটেলের তৈরি চিপ ব্যবহারকরা হয়েছে, ফলে এতে পূর্ণ সংস্করণের উইন্ডোজ ৮ সফটওয়্যার সমর্থন করবেমাইক্রোসফট জানিয়েছে, ৬৪ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ১০.৬ ইঞ্চি মাপেরসারফেস ট্যাবের দাম হবে ৮৯৯ মার্কিন ডলার, ১২৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতারট্যাবলেটের দাম হবে আরও ১০০ ডলার বেশিতবে দুটি সংস্করণের ক্ষেত্রেইমাইক্রোসফটের কিবোর্ড আলাদাভাবে ৯৯ ডলারে কিনতে হবেমাইক্রোসফটের দাবি, উইন্ডোজ প্রো নির্ভর ট্যাবলেটে ব্যাটারির ক্ষমতা অনেক উন্নত করা হয়েছেএতে ডেস্কটপ কম্পিউটারের উপযোগী অ্যাপ্লিকেশনও ব্যবহার করা যাবে

আমাজনের এ ফোন
বাজারেট্যাবলেট ও ছোট আকারের ট্যাবলেট কম্পিউটারের সাফল্যের পর অ্যাপলের আইফোনেরসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান আমাজন নতুন একটিস্মার্টফোন বাজারে আনতে পারেআগামী বছরের সুবিধাজনক কোনো সময়ে এস্মার্টফোন বাজারে ছাড়তে পারে কিন্ডল ফায়ারট্যাবলেটেরনির্মাতাপ্রতিষ্ঠান আমাজনপ্রযুক্তি বিশ্লেষকেদের ধারণা, গুগলেরঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ জেলি বিন চালিত আমাজনেরএই স্মার্টফোনের নাম এ ফোনরাখতে পারে প্রতিষ্ঠানটিআমাজন কর্তৃপক্ষঅবশ্য তাদের পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, আবারস্মার্টফোন বাজারে আনার খবরটি একেবারে উড়িয়েও দেয়নি২০১১ সালের শেষদিকে বাজারে আসা কিন্ডল ফায়ার ট্যাবলেটের চেয়ে স্মার্টফোনটির আকার ছোটহতে পারেএই স্মার্টফোনে আমাজন অ্যাপ স্টোর, থ্রিডি ম্যাপ-সেবার সুবিধাযুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি

প্রযুক্তি চশমা
ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্ট গ্লাস নামের বিশেষ একধরনেরপ্রযুক্তি-চশমা তৈরির প্রতি নজর দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যারনির্মাতা মাইক্রোসফটএরই মধ্যে যুক্তরাষ্ট্রে পেটেন্ট আদালতে স্মার্টগ্লাসের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে প্রতিষ্ঠানটিবিবিসির তথ্যঅনুযায়ী, স্মার্ট গ্লাস ব্যবহারকারী গ্লাসের কাচে প্রয়োজনীয় তথ্য দেখতেপারবেনঅর্থাত্, নতুন এ প্রযুক্তি ব্যবহার করে খেলা দেখার সময়ব্যবহারকারীরা চশমায় খেলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও জানতে পারবেনপাশাপাশিকোন খেলোয়াড় কোনদিকে রয়েছেন, তাও দেখা যাবে এ চশমায়২০১৩ সালেমাইক্রোসফট স্মার্ট গ্লাসে ব্যবহার উপযোগী অ্যাপ্লিকেশন তৈরি করা শুরুকরবেমাইক্রোসফট ছাড়াও স্মার্ট গ্লাস তৈরির কাজ করছে গুগল, ভ্যুজিক্স, এক্সপ্লোরার ইং, টিটিপিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানতবে মাইক্রোসফট স্মার্টগ্লাসের প্রতিদ্বন্দ্বী হবে গুগলের প্রযুক্তি চশমা২০১৩ সাল নাগাদ আধুনিকপ্রযুক্তির এমন চশমা বাজারে আনতে পারে গুগল

ফুজিত্সু লাইফবুক ২০১৩
২০১৩সালে জাপানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ফুজিত্সু লাইফবুক নামের নতুনএকটি ল্যাপটপ কম্পিউটার বাজারে আনবেএ লাইফবুকটিতে ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার একসঙ্গে যুক্ত থাকবে এবং অল-ইন-ওয়ান পণ্যহিসেবে কাজ করবেব্যবহারকারী চাইলে প্রত্যেকটি পণ্য আলাদা আলাদাভাবেব্যবহার করতে পারবেনপ্রতিটি পণ্যে আলাদা আলাদা সিপিইউ থাকলেও একটিঅপারেটিং সিস্টেমে কাজ করবে

ভাঁজ করা গাড়ি
পরিবেশের ক্ষতি করবেনা, এই দুর্মূল্যের বাজারে অযথা জ্বালানি খরচও বাড়াবে না আবারপার্কিংয়ের জন্য বেশি জায়গাও লাগবে না এমন গাড়িই চান আধুনিক হিসেবিমানুষেরাআর তাঁদের কথা বিবেচনা করেই বিশ্বে সর্বপ্রথম ভাঁজ করা যায় এমনগাড়ি বানিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এমআইটি মিডিয়াল্যাবগাড়িটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এর পার্কিংয়ের জন্য নির্দিষ্টজায়গা লাগবে নাচাইলেই এ গাড়িটাকে ভাঁজ করে রাখা যাবেচমক আছে আরও, গাড়ির কোনো স্টিয়ারিং হুইল নেইসেখানে এর পরিবর্তে আছে একটা জয়স্টিকতবে আকারে ছোট হওয়ায় গাড়িটিতে চালক ও অন্য আরোহীর প্রবেশ ও বাইরের জন্যএকটি মাত্র দরজা রাখা হয়েছেউদ্ভাবকেরা আশা করছেন, ২০১৩ সালের মধ্যে দুইসিটের এ গাড়ির বাণিজ্যিক উত্পাদন সম্ভব হবে

ভাঁজ করা স্মার্টফোন
স্মার্টফোনেকাচের ডিসপ্লের পরিবর্তে নমনীয় প্লাস্টিকের তৈরি ডিসপ্লে ব্যবহূত হবেফলে সহজেই ভাঁজ করা যাবে এ ধরনের স্মার্টফোনআগামী বছরে নমনীয় প্রযুক্তিরডিসপ্লেযুক্ত এমন স্মার্টফোন বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্যনির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাংএক খবরে ওয়াল স্ট্রিট জার্নালজানিয়েছে, হালকা-পাতলা ও নমনীয় স্মার্টফোন তৈরির পরিকল্পনায় অনেক দূর এগিয়ে গেছেস্যামসাং
স্যামসাংয়ের তৈরি নমনীয় প্রযুক্তির ডিসপ্লের সঙ্গে যুক্তহবে অরগানিক এলইডি বা ওএলইডি প্রযুক্তিউল্লেখ্য, বর্তমানে ওএলইডিপ্রযুক্তি টেলিভিশন ও স্মার্টফোনে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অত্যন্ত পাতলা ওএলইডি ডিসপ্লে বিভিন্ন উপাদানেরসঙ্গে যুক্ত করা সম্ভবএর মধ্যে একটি হচ্ছে নমনীয় প্লাস্টিকনমনীয়প্লাস্টিক ব্যবহার করলে স্মার্টফোন হবে টেকসই এবং ভাঁজ করা যাবেস্যামসাংছাড়াও নকিয়া, এসার, এলজি নমনীয় প্রযুক্তির স্মার্টফোন তৈরির আগ্রহদেখিয়েছে

আধুনিক প্রযুক্তির টেলিভিশন
আগামী বছর নতুনপ্রযুক্তির বৃহদাকার টেলিভিশন বাজারে আনতে পারে স্যামসাং, সনি ও এলজিআলট্রা ডেফিনেশন (ইউডি) প্রযুক্তির এ টেলিভিশনে ৪ কে পিক্সল ফরম্যাট সমর্থনকরবেইউডি প্রযুক্তি বর্তমানে বাজারে থাকা হাই ডেফিনেশন (এইচডি)প্রযুক্তির তুলনায় উন্নততর ছবি দেখাতে সক্ষমনতুন টেলিভিশন স্ক্রিনেরপ্রতিটি ফ্রেমে পিক্সলের ঘনত্ব ৮০ লাখ, যা এইচডি টেলিভিশনের ১০৮০ পিক্সলরেজ্যুলেশনের তুলনায় ৪ গুণ বেশি

 

 

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন