গোপনে বিয়ে করলেন কেট উইন্সলেট

0
190
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (ডিসেম্বর): টাইটানিকখ্যাত অস্কার জয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট তৃতীয়বারের মতোগাঁটছড়া বাঁধলেনসম্প্রতি এক খবরে হাফিংটনপোস্ট জানিয়েছে, চলতি মাসেরশুরুর দিকে প্রেমিক নেড রকনরোলের সঙ্গে চুপিসারেই বিয়ের কাজটি সেরেছেন ৩৭বছর বয়সী এ তারকাএমনকি বিয়ের বিষয়টি তাঁর বাবা-মাও জানতেন না
ধনাঢ্যব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের ভাতিজা নেডের সঙ্গে এক বছরের কিছু বেশি সময়প্রেমের পর সম্পর্ককে স্থায়ী রূপ দিলেন কেটবিষয়টির সত্যতা নিশ্চিত করেতাঁর মুখপাত্র জানিয়েছেন, ‘এ মাসের শুরুর দিকে নিউইয়র্কে এক ঘরোয়াঅনুষ্ঠানের মধ্য দিয়ে কেট এবং নেডের বিয়ে সম্পন্ন হয়েছেবিয়ের অনুষ্ঠানেউপস্থিত ছিলেন কেটের দুই সন্তান, হাতেগোনা কয়েকজন বন্ধু এবং পরিবারেরসদস্যএর আগে গত গ্রীষ্মে কেট এবং নেড বাগদান সেরেছিলেন
প্রসঙ্গত, চুপিসারে বিয়ের অভিজ্ঞতা কেটের জন্য মোটেও নতুন নয়২০০৩ সালে নির্মাতাস্যাম মেন্ডেজকে তিনি এভাবেই বিয়ে করেছিলেনসেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিতছিলেন কেটের মেয়ে মিয়া এবং মাত্র তিনজন বন্ধুসাত বছর সংসার করার পর ২০১০সালে স্যামের সঙ্গে কেটের বিচ্ছেদ হয়ে যায়এর আগে ১৯৯৮ সালে নির্মাতা জিমথ্রেপলটনকে প্রথম বিয়ে করেছিলেন কেটতাঁদের সংসার টিকেছিল মাত্র তিন বছর
কেটের মতো নেডও এর আগে একবার বিয়ে করেছিলেনস্ত্রী এলিজা কাউড্রের সঙ্গে বিচ্ছেদের পরই কেটের সঙ্গে সম্পর্কে জড়ান নেড

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন