স্পোর্টস ডেস্ক(২৭ ডিসেম্বর): গোল করে কোনো লাভ নেই, যদি দল না জেতে।’ কথাগুলো লিওনেল মেসির। এই আর্জেন্টাইন সুপারস্টার তাঁর গোল করার দক্ষতায় সৃষ্টি করে চলেছেন নতুন নতুন ইতিহাস; ছাড়িয়ে গেছেন সম্ভব-অসম্ভব প্রায় সবাইকে। কিন্তু তিনি মনে-প্রাণেই বিশ্বাস করেন, এই রেকর্ড, এই খ্যাতি শেষ পর্যন্ত মানুষের মনে চিরস্থায়ী রূপ নেবে না, যদি দল সাফল্য না পায়। দল সাফল্য পেলেই এই রেকর্ডগুলো মানুষের মনে দাগ কাটবে।
৯১ গোল করে এক পঞ্জিকা-বর্ষে সর্বোচ্চ গোল করে জার্ড মুলারকে পেছনে ফেলে এই মুহূর্তে রীতিমতো আকাশে উড়ছেন মেসি। এই আর্জেন্টাইন সুপারস্টার তাঁর গোল করার ক্ষমতার চরম প্রকাশ ঘটিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। কিন্তু সবকিছু ছাপিয়ে তাঁর কাছে দলের সাফল্যই সবচেয়ে বড় কথা।
‘আমি খুশি আমার এই ব্যক্তিগত সাফল্যে, তবে আমার এই গোল করা অর্থহীন হয়ে যাবে; যদি আমার দল জিততে না পারে, সাফল্য না পায়।’ স্পেনের ‘মুন্ডো ডেপোরটিভো’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে কথাগুলো বলেছেন মেসি।
গত মৌসুমে নিজে সফল ছিলেন, কিন্তু তাঁর দল বার্সেলোনা সাফল্য পায়নি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—কিছুই জিততে পারেনি তারা শেষ পর্যন্ত। ব্যাপারটি মেসিকে দারুণ মর্মাহত করেছে। তবে এবার তিনি মনে করেন, তাঁর সতীর্থেরা গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে এনে দেবে সাফল্য।
এ বছরটা মেসির জন্য অন্যরকম হয়েই আবির্ভূত হয়েছে।ফুটবলের মাঠে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও এ বছর সফল লিওনেল মেসি। এ বছরই পৃথিবীতে এসেছে তাঁর সন্তান থিয়াগো। এক পঞ্জিকা-বর্ষে সর্বোচ্চ গোল আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দে বছরটিকে হয়তো সারা জীবনই মনে রাখবেন মেসি। তবে মেসি মনে করেন, সন্তানের জন্মমুহূর্তটিকে বাদ দিলেও ফুটবলের মাঠে ব্যক্তিগত সাফল্যটি ম্লান হয়ে যাবে, যদি বার্সেলোনা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে না পারে।
মেসি বার্সেলোনাতে থেকেই শেষ করতে চান নিজের ক্যারিয়ার। ‘মুন্ডো ডেপোরটিভো’ পত্রিকাকে তিনি বলেছেন, ‘বার্সেলোনায় নিজের ক্যারিয়ার শেষ করতে পারলে আমার একটা স্বপ্ন পূরণ হবে।’ এ বছর বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সম্পর্কে তাঁর অভিমত, ২০১৮ সাল পর্যন্ত বর্ধিত এই চুক্তি বার্সেলোনার হয়ে নিজের ক্যারিয়ার শেষ করার স্বপ্ন পূরণের পথে একটা দারুণ মাইলফলক।’
সবকিছুই ঠিক আছে। দল বার্সেলোনাও লা লিগা আর চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাওয়ার পথেই রয়েছে।কিন্তু মেসিকে বারবারই ভারাক্রান্ত করে তুলছে কোচ টিটো ভিলানোভার অসুস্থতা।ব্যাপারটি মেনে নিতে পারছেন না মেসি। নতুন বছরে তাঁর কায়মনোবাক্য প্রার্থনা ভিলানোভার রোগমুক্তি। শীতের ছুটিতে আর্জেন্টিনায় যাওয়ার আগে এই প্রার্থনাকেই তিনি স্থান দিয়েছেন সবকিছুর ওপরে।
নিউজরুম