ফ্রাঞ্চাইজি লিগের আজ সূচনা

0
228
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(ডিসেম্বর):

 

প্রতিনিধিত্বকারী ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রীতি সম্মিলনে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, ডাইরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম মিয়া, ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে দলের খেলোয়াড়দের দেখা যাচ্ছেগতকাল দলটির লোগো উন্মোচিত হয় তাদের প্রথম ম্যাচের ভেনু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে

 

বিসিবির নতুন টুর্নামেন্ট ফ্রাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে আজমিরপুর শেরেবাংলা ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে হবে খেলাচার ফ্রাঞ্চাইজির এ প্রতিযোগিতায় শেরেবাংলায় লড়বে ওয়ালটন সেন্ট্রাল ও প্রাইম ব্যাংক সাউথবগুড়ায় খেলবে ইসলামী ব্যাংক ইস্ট ও বিসিবি নর্থখুব বেশি দিন হয়নি বিসিবির এ প্রচেষ্টালঙ্গার ভার্সন ক্রিকেটের আকর্ষণটা বাড়ানোর জন্য ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে লিগ আজ বাস্তবে রূপ নিলএটা জাতীয় ক্রিকেট লিগের চেয়েও আকর্ষণীয় হবে সব দিক থেকেক্রিকেটারদের মধ্যেও প্রতিযোগিতা বাড়বে অনেকটা বিপিএলের মতোইযদিও অত বিশাল পরিমাণ অর্থ পাচ্ছেন না তারাএবারই যেহেতু প্রথম আসর, ফলে স্বল্প পরিসরেই হচ্ছেতবে ভবিষ্যতে এটা আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেয়া হবে বলে জানানো হয় গতকাল এক সংবাদ সম্মেলনেটুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম বলেন, ‘ইতোমধ্যে ফার্স্টকাস অনুমোদনের জন্য আবেদন করা হয়েছেআশা করি, স্ট্যাটাস পাওয়া যাবেতা ছাড়া আগামী বছর থেকে এটা আরো উন্নতভাবে অনুষ্ঠিত হবে

 

আজ থেকে শুরু হওয়া লিগের চারটি দলেই নেই কোনো বিদেশী ক্রিকেটারস্থানীয়দের নিয়েই খেলছে দলগুলোতবে জাতীয় ক্রিকেট ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করা ক্রিকেটারদের দল নির্বাচনের ব্যাপারে অগ্রাধিকার দেয়া হয়েছেমিরপুর শেরেবাংলায় আজকের দুই প্রতিদ্বন্দ্বীই শক্তিশালীএক দিকে মাহামুদুল্লাহর দলে রয়েছেন রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, শামছুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, মেহরাব জুনিয়র, ইলিয়াস সানি, মোশাররফ রুবেল, মোহাম্মদ শরীফ, তালহা যুবায়ের প্রমুখঅপর দিকে প্রাইম ব্যাংক ইস্ট জোনে আব্দুর রাজ্জাকের দলে আছেন ইমরুল, মিথুন, সৌম্য, ফজলে রাব্বি, তুষার, এনামুল বিজয় ও সোহাগ গাজীরা

 

অপর দিকে শহীদ চান্দুতে ইসলামী ব্যাংক ইস্টের অধিনায়ক অলক কাপালীটেস্ট সিরিজে দলে তার স্থান না হলেও লঙ্গার ভার্সনে কাপালী ভালো করতে অভ্যস্তদলে রয়েছেন নাফিস ইকবাল, মমিনুল, রুম্মন, ডিকেন্স, ধীমান, এনামুল জুনিয়র, মাহাবুবুল করীম, রাজিন, আফতাব, পেসার আবুল হাসান রাজুর মতো ক্রিকেটারফলে সার্বিকভাবে দেখলে মোটামুটি ব্যালান্সডই দলটিবিসিবি নর্থে অবশ্য একঝাঁক জাতীয় দলের ক্রিকেটার রয়েছেনমুশফিকুর নিজেই অধিনায়কএর সাথে আছেন জুনায়েদ, জহুরুল, নাঈম, নাসির, ফরহাদ হোসাইন, মায়শুকুর, সাকলাইন সজিব, সোহরাওয়ার্দীর মতো ক্রিকেটারব্যাটিংয়েই দলটির শক্তি বেশিবগুড়ার উইকেট যেহেতু ব্যাটিং সহায়ক, তাই এখানে বিসিবি নর্থই এগিয়ে থাকবে কিছুটা বৈকি

 

সম্মেলনে জানানো হয় ম্যাচে বিজয়ী দল পাবে ছয় পয়েন্টআর ড্র হলে প্রথম ইনিংসে লিড নেয়া দল তিন ও অন্যদল পাবে এক পয়েন্টএ ছাড়া ১০ উইকেট বা ইনিংস ব্যবধানে জয় পেলে এক পয়েন্ট বোনাস পাবে বিজয়ী দলসর্বোচ্চ পয়েন্টধারী দুই দলের মধ্যে ফাইনাল এবং দিন-রাতের সে ম্যাচ হবে গোলাপি বলে, যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন

 

নিউজরুম

 

শেয়ার করুন