বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৬ডিসেম্বর): বাজারে এসেছে হেভিট ব্র্যান্ডের জি-৮৭ মডেলের গেমপ্যাড। গেমপ্যাডটিতে আছে আটটি বাটন, ১২টি ফায়ার বাটন, বিল্ট-ইন মোটরস, ডবল ভাইব্রেশন ফাংশন, টারবো ও ক্লিয়ার ফাংশন ইত্যাদি। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা গেমপ্যাডটির দাম এক হাজার টাকা।
নিউজরুম