বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৬ডিসেম্বর): দেশকে তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে চলমান সাফল্য ধরে রাখতে হলে আগামী বছরই দেশজুড়ে থ্রিজি নেটওয়ার্ক প্রচলন নিশ্চিত করতে হবে। আর আগামী অর্থবছরের বাজেটে তথপ্রযুক্তি খাতে ৩ শতাংশ বরাদ্দ দিলে তথ্যপ্রযুক্তিতে সফলতা আরও বাড়বে। গতকাল মঙ্গলবার থেকে ঢাকায় তথ্যপ্রযুক্তি মেলা বিসিএস আইসিটি ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ সময় তিনি বলেন, ‘দেশে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনেক খাতেই ব্যাপক পরিবর্তন এসেছে। ই-সেবা, ই-গর্ভন্যান্সে নেওয়া পদক্ষেপগুলো জনগণের সেবা পাওয়াকে সহজ করেছে। দুর্নীতি এখন দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। প্রশাসন, আর্থিক বা যে খাতগুলো দুর্নীতিপ্রবণ, সেগুলোকে তথ্যপ্রযুক্তির আওতায় নিয়ে আসা গেলে দুর্নীতি অনেক কমে যাবে। কারণ, তথ্যপ্রযুক্তির ব্যবহারে কাজ অনেক স্বচ্ছ হয়।’
অনুষ্ঠানে বিসিএসের সভাপতি ফয়েজউল্যাল্লাহ খান, মেলার পৃষ্ঠাপোষক ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, মেলার আহ্বায়ক শাহিদ-উল মুনীর, বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বারসহ অনেকে বক্তৃতা করেন।
সকালে উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেলায় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি আছে প্রযুক্তিবিষয়ক একাধিক সেমিনার। আজ বেলা তিনটায় ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স: অবারিত ভবিষ্যৎ’ নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিসিএসের এই মেলায় দেশি-বিদেশি ৫২টি তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ৯৫টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে তাদের প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, শিশুদের ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ওয়েব প্রদর্শনী, পণ্য প্রদর্শন ও র্যাফল ড্র।
মেলায় পণ্য কেনাকাটায় ছাড় ও উপহার দিচ্ছে সবগুলো প্রতিষ্ঠান।এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এসারের প্রতিটি নোটবুকের সঙ্গে দিচ্ছে ৫০০ টাকা থেকে এক লাখ টাকা নগদ উপহার।স্মার্ট টেকনোলজি লিমিটেড তাদের নানা পণ্যে দিচ্ছে ছাড় ও উপহার। তোশিবা ব্র্যান্ডের কিছু মডেলের ল্যাপটপের সঙ্গে আছে মোবাইল ফোন উপহার। এ ছাড়া, ড্যাফোডিল কম্পিউটার্স ও ড্যাফোডিল নেটওয়ার্ক লিমিটেডের স্টলে গেলে পাওয়া যাবে নানা ছাড় ও উপহার।
মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত আটটা পর্যন্ত। প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা। তবে, শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলার প্রচারপত্রের নির্দিষ্ট অংশ জমা দিলেও বিনা মূল্যে প্রবেশ করা যাবে।
নিউজরুম