অফিসকর্মী রোবট বিম!

0
163
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৬ডিসেম্বর): অফিসে যেতে পারছেন না? আপনার পরিবর্তে অফিসে কাজের জন্য রোবট পাঠিয়ে দিতেপারেন আর বাড়িতে বসেই সে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনিঅফিসে যেকাজ করেন, রোবটকে সেই কাজের নির্দেশ দিলে রোবটই তা করতে পারবেঅফিসে আপনারঅনুপস্থিতিতেও সবার সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সারা যাবে এ রোবট ব্যবহার করেরোবটটি মূলত ভিডিও কনফারেন্সের কাজে ব্যবহার করা যাবেঅফিসে ঘুরে ঘুরেসবার খোঁজখবর নেবে এবং অফিসের সার্বিক চিত্র দেখাবেপ্রয়োজনে সহকর্মীরসঙ্গে কাজের আলোচনা সারা যাবে এ রোবটের সাহায্যেসম্প্রতি যুক্তরাষ্ট্রেরগবেষকেরা মোবাইল ভিডিও কনফারেন্সিং মেশিন হিসেবে বিমনামের একটিটেলিপ্রেজেনস রোবট উদ্ভাবন করেছেন
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনঅনুযায়ী, যুক্তরাষ্ট্রের সুইটেবল টেকনোলজিসের উদ্ভাবিত এ রোবটটি উচ্চতায়পাঁচ ফুটরোবটটির সঙ্গে বড় আকারের একটি ভিডিও স্ক্রিন যুক্ত আছেএ ছাড়ারোবট তৈরিতে ভিডিও ক্যামেরা, স্পিকার ও চাকা ব্যবহার করা হয়েছেবিম রোবটকেব্যবহার করে দূর থেকেই প্রয়োজনীয় কাজ সারা যায়প্রয়োজনে চাকার সাহায্যে এরোবট হেঁটে বেড়াতেও পারে
সুইটেবল টেকনোলজিসের প্রকৌশলী ডালাস গোয়েকার এপ্রসঙ্গে জানিয়েছেন, কাজের মধ্যে প্রয়োজনীয় আলোচনার জন্য বা ভিডিওকনফারেন্স করতে বিম রোবট ব্যবহার করা যায়
গবেষকেরা জানিয়েছেন, ২০১৭ সালনাগাদ টেলিপ্রেজেনস রোবটের চাহিদা বেড়ে যাবেদূরে বসেই প্রয়োজনীয় কাজসারতে অফিস, কর্মক্ষেত্র, বাড়িতে ব্যবহূত হবে বুদ্ধিমান রোবট

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন