বিনোদন ডেস্ক (২৬ডিসেম্বর): বেশ লম্বা এবং সত্যিকারের একটি ছুটিই মিলেছে আমির খানের। ২৩ ডিসেম্বর উড়ে গেছেন থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোহ সামুইতে। ১০ দিনের ছুটি কাটাতে ভাড়া করেছেন দ্বীপটির দক্ষিণ দিকের নিভৃত এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাড়ি। সেখানে নেই ভিড়ভাট্টা কিংবা ভক্তদের আনাগোনা। সামনে আছে দিগন্ত-বিস্তৃত সমুদ্র। সেখানেই নাকি স্কুবা ডাইভিং আর সাঁতার কেটে সময় কাটাচ্ছেন আমির, সঙ্গে আছেন স্ত্রী কিরণ রাও ও এক বছর বয়সী ছেলে আজাদ।কিরণ বললেন, ‘একটি সত্যিকারের ছুটি চাইছিলাম আমরা। এড়াতে চাইছিলাম কোলাহল আর ভিড়ভাট্টা। এই জায়গায় তা পেয়েছি।’
নিউজরুম