আমিরের অবকাশযাপন

0
185
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৬ডিসেম্বর): বেশ লম্বা এবং সত্যিকারের একটি ছুটিই মিলেছে আমির খানের২৩ ডিসেম্বর উড়ে গেছেন থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোহ সামুইতে১০ দিনের ছুটি কাটাতে ভাড়া করেছেন দ্বীপটির দক্ষিণ দিকের নিভৃত এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাড়িসেখানে নেই ভিড়ভাট্টা কিংবা ভক্তদের আনাগোনাসামনে আছে দিগন্ত-বিস্তৃত সমুদ্রসেখানেই নাকি স্কুবা ডাইভিং আর সাঁতার কেটে সময় কাটাচ্ছেন আমির, সঙ্গে আছেন স্ত্রী কিরণ রাও ও এক বছর বয়সী ছেলে আজাদকিরণ বললেন, ‘একটি সত্যিকারের ছুটি চাইছিলাম আমরাএড়াতে চাইছিলাম কোলাহল আর ভিড়ভাট্টাএই জায়গায় তা পেয়েছি

 

নিউজরুম

 

শেয়ার করুন