নাম-ভূমিকায় অভিনয় করছেন সানজিদা প্রীতি।

0
251
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৬ডিসেম্বর): এটিএন বাংলায় শুরু হলো ধারাবাহিক নাটক প্রজ্ঞা পারমিতালিখেছেন মাতিয়া বানুযৌথভাবে পরিচালনা করছেন মাতিয়া বানু ও যুবরাজ খাননাটকটির নাম-ভূমিকায় অভিনয় করছেন সানজিদা প্রীতিকথা হলো তাঁর সঙ্গে

প্রজ্ঞা পারমিতানাটকের প্রজ্ঞার কথা বলুন
প্রজ্ঞা পারমিতা এ সময়ের একজন নারীমানসিক দিক থেকে যথেষ্ট শক্তস্বাধীননিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেয়নিজের ভাগ্যটাকে সে নিজেই লিখতে পছন্দ করেচমকার একটি গল্প
নাটকের ভাবনাটি আপনার কাছে কেমন মনে হয়েছে?
চরিত্রটিকে আমার কাছে স্বপ্নের মতো মনে হয়প্রজ্ঞার হাতে একটি পেনসিল আছেএই পেনসিল দিয়ে সে যা লেখে, তা-ই ঘটে যায়শুরুতে যখন গল্পটি শুনেছিলাম, তখন বেশ মজা পেয়েছিলাম
ফেরদৌসী রহমান বিটিভির এসো গান শিখিঅনুষ্ঠানে একটি গান শেখাতেন: আমার থাকত যদি এমন একটি জাদুর পেনসিল…
ওই পেনসিল দিয়ে একজন শিশু তার নিজের সব চাহিদা, ইচ্ছা আর স্বপ্ন পূরণ করার কথা ভাবেকিন্তু প্রজ্ঞা পারমিতা নাটকে এই পেনসিল দিয়ে প্রজ্ঞা অন্যদের চাহিদা পূরণ করে
নাটকটিতে শুটিংয়ের একটি অভিজ্ঞতার কথা শুনতে চাইছি
এই নাটকের টাইটেলের শুটিং করতে গিয়েছিলাম আশুলিয়ায়ওই জায়গায় আগে কাশবন ছিলআমাদের একজন পরিচালক যুবরাজ খান আর ক্যামেরাম্যান হেঁটে যাচ্ছেনআমরা ছিলাম তাঁদের পেছনেহঠা দেখি, তাঁরা দুজন ওই জায়গায় হাঁটু পর্যন্ত দেবে গেছেনআর তা দেখে আমরা সবাই কী করব বুঝে উঠতে পারছিলাম নামনে হচ্ছিল, তাঁরা আরও দেবে যাবেনপরে তাঁদের টেনে ওপরে তোলা হয়
আপনি তো মাছরাঙা টিভির ক্ষণিকালয়ধারাবাহিকেও অভিনয় করছেন
এই ধারাবাহিকে আমি একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করছিচরিত্রটি আমার খুব পছন্দ হয়েছেএখানে আমার গেটআপ আর মেকআপ নিয়ে নিরীক্ষা করার অনেক সুযোগ পেয়েছি

 

নিউজরুম

 

শেয়ার করুন