সালমানের আদর্শ পত্নী ক্যাটরিনা!

0
176
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৬ডিসেম্বর):সালমান খান যদি বিয়ে করেন, তাঁর আদর্শ পাত্রী কে হতে পারেন? নিঃসন্দেহেবলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফভারতে ২১ হাজার ব্যক্তিকে নিয়ে করা একসাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছেএক খবরে এ তথ্য জানিয়েছে প্রেসট্রাস্ট অব ইন্ডিয়া
বলিউডের বিখ্যাত ব্যাচেলর হিসেবে খ্যাতি পেয়েছেন৪৭ বছর বয়সী দাবাংখ্যাত সালমান খানদীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে নিয়েবিভিন্ন খবর শোনা যাচ্ছেসম্প্রতি সালমান জানিয়েছেন, যোধপুর আরমুম্বাইয়ের আদালতের দুটি মামলার রায় হলেই বিয়ে করে ফেলবেন তিনিপাত্রীটি কি তবে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ?
ক্যাটরিনা কাইফের সঙ্গেসম্পর্ক ভেঙে গেছে সালমান খানেরতবে সালমান খানের অনেক ভক্তই মনে করেনযে, সালমানের আদর্শ পত্নী হতে পারেন কেবল ক্যাটরিনা কাইফ-ই
বিয়েবিষয়ক ওয়েবসাইট শাদী ডটকমের করা এই সাম্প্রতিক জরিপে ৬৯.৮৪ শতাংশ রায়দিয়েছেন সালমানের আদর্শ বউ হতে পারেন শীলা কি জাওয়ানিখ্যাত ক্যাটরিনাকাইফক্যাটরিনা ছাড়াও সালমান ভক্তরা সোনাক্ষী সিনহা ও অসিনকেও সালমানেরপত্নী হিসেবে রায় দিয়েছেনএর মধ্যে দক্ষিণ ভারতের ভক্তরা চান, সালমানেরঘরনি হন দাবাং চলচ্চিত্রের সহকর্মী সোনাক্ষী
সালমান খানকে নিয়ে জরিপেআরও একটি মজার তথ্য উঠে এসেছেজানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশপুরুষই সালমান খানকে আজীবন ব্যাচেলর হিসেবে দেখতে চানঅর্থাত্, তাঁরা চাননা যে, তাঁদের প্রিয় তারকা বিয়ে করে ঘর বাঁধুনঅবশ্য নারী ভক্তরা ঠিকউল্টাটাই চান৬০.৩৭ শতাংশ নারী ভক্তই চান শিগগিরই বিয়ে করে সংসারী হয়েউঠুক তাঁদের প্রিয় এই তারকা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন