আবার সেই আসিফ

0
128
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২৬ডিসেম্বর): মুখে দাড়িপ্রথম দেখায় চিনতেই কষ্ট হয়পারিবারিক ঐতিহ্য মেনেই নাকি দাড়ি রেখেছেনদাদা-বাবা-নানারা দাড়ি রাখতেনকারণ যা-ই হোক, চেহারায় পরিবর্তন এনে আসিফ হোসেন খান রাইফেল হাতেও নিজের ভাগ্য খানিক বদলালেনতিন বছর পর কাল জাতীয় এয়ারগান শ্যুটিংয়ে জিতলেন সোনা
২০০৯ সালে সর্বশেষ জাতীয় শ্যুটিং ও জাতীয় এয়ারগান শ্যুটিংয়ে সেরা হয়েছিলেন২০১০ এসএ গেমসে শেষ মুহূর্তের ভুলে সোনা হাতছাড়া করে পেয়েছিলেন রুপা২০১০ ও ২০১১ সালে জাতীয় ও জাতীয় এয়ারগান শ্যুটিংয়ে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় হয়েছেনএ বছর জাতীয় শ্যুটিংয়েও একই পরিণতিঅবশেষে কাল পঞ্চম জাতীয় এয়ারগান শ্যুটিংয়ের প্রথম দিনে আবার আসিফ প্রথম হলেনযদিও স্কোর তাঁর সেরারও চেয়ে অনেক কম
আসিফ শেষ হয়ে গেছে’, ‘ওকে দিয়ে আর কিছু হবে নাগত বেশ কিছুদিন বাংলাদেশের শ্যুটিংয়ে উচ্চারিত হয়েছে এই আক্ষেপব্যক্তিজীবনেও পরিবর্তন এসেছে২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সম্প্রতি বিয়ে করেছেনদেড় বছর আগে বিকেএসপিতে কোচ হিসেবে নিয়েছেন চাকরি
কোচ হওয়া মানে আসিফের শ্যুটিং ক্যারিয়ার শেষ বলেই ধরে নিয়েছিলেন অনেকেকিন্তু পাবনার এই তরুণ আসলেই এক প্রহেলিকাএই ভালো স্কোর তো এই বাজে স্কোরযে কারণে আগের মতো আর মনোযোগের কেন্দ্রে থাকেন নাতবে কাল সোনা জেতার পর গুলশান জাতীয় শ্যুটিং রেঞ্জে অনেকে তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেনঅনেকে মিষ্টি খেতে চাইলেনআসিফ রসিকতা করলেন, ‘ঢাকার নয়, পাবনার মিষ্টি খাওয়াব
কিছুদিন পর পরই আসিফকে ঘুরেফিরেই একটা প্রশ্ন শুনতে হয়, ‘আপনি তাহলে ফুরিয়ে যাননি?’ কালও তা শুনে বললেন, ‘আমি ফুরিয়ে যাইনি, এটা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিআপনারাও (সাংবাদিকেরা) ক্লান্তসবাই ক্লান্তআমি আগের কয়েকটি প্রতিযোগিতায় ভালো করিনি ফাইনালে সমস্যা হওয়ায়এবার সেই সমস্যাটা হয়নিতা ছাড়া অনুশীলনও করছি নিয়মিততাই সোনা জিতলাম
২০০২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ৬০০ তে ৫৮৭ করেদশ মিটার এয়ার রাইফেলে তাঁর সেরা স্কোর ৫৯৫কাল বাছাইয়ে করলেন মাত্র ৫৮৯তবে ফাইনালে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে থাকলেন চার পয়েন্ট৫৮৮ নিয়ে দ্বিতীয় বিকেএসপিরই জসিমুজ্জামানতৃতীয় গুণধন সিং (৫৮৪)গত তিনটি জাতীয় শ্যুটিংয়ে সোনা জেতা আবদুল্লাহেল বাকি ৫৮৬ স্কোর করে চতুর্থ হয়েছেন
শ্যুটারদের পারফরম্যান্সের এই ভাটার মধ্যেই কাল মেয়েদের এয়ার পিস্তলে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরমিন আশা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন