আর্ন্তজাতিক ডেস্ক(২৫ ডিসেম্বর): দক্ষিণ মুম্বাইয়ের একটি পুরোনো দোকান থেকে গোল্ডেন বুক বইটি কিনেছিলেন মায়িগৌদা। সৌভাগ্যবানই বটে! বইয়ের ভেতর একটি অমূল্য চিঠি পেয়েছেন তিনি। ১৯৩১সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন চিঠিটি।
বেঙ্গালুরুর বইব্যবসায়ী গৌদা দুই বছর আগে ঘটনাক্রমে চিঠিটি পান। তিনি জানান, গোল্ডেনবুক-এর মাত্র দেড় হাজার কপি ছাপানো হয়েছিল। তিনি পাঁচ হাজার রুপিতে বইটিকিনেছিলেন। রবীন্দ্রনাথের ৭০তম জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে আলবার্টআইনস্টাইনের মতো কিছু মনীষীর লেখার সংকলন হচ্ছে গোল্ডেন বুক।
গৌদা বলেন, ‘সত্যি বলছি—দোকানি কিংবা আমি, কেউই চিঠিটির ব্যাপারে জানতাম না। বইটি কেনার পর এর ভেতরে চিঠিটি পাই।’
বিশ্বভারতীরপ্যাডে লেখা চিঠিটি রবীন্দ্রনাথ কারও প্রশংসা করে লিখেছিলেন। ধারণা করাহচ্ছে, কারও কাছ থেকে উপহার পেয়ে অথবা কাউকে উপহার দিয়ে চিঠিটি লেখেনকবিগুরু। চিঠির শুরুটা এমন, ‘…দেশের কেউ কিংবা সাগরের ওপার থেকে কেউ আমারপ্রশংসা করলে তখন আমার কী অনুভূতি হয়, তা কিছু শব্দে প্রকাশ করা কঠিন।’ আরচিঠির শেষ লেখাটা হচ্ছে, ‘…আমার জীবনের সেরা পুরস্কার এটি।’
১৯৩১সালের ১৭ ডিসেম্বর চিঠিটি লেখা হয়। ওই বছর রবীন্দ্রনাথ তাঁর ৭০তম জন্মদিনউদ্যাপন করেন। এর ১৭ বছর আগে তিনি সাহিত্যে নোবেল পান। তাই ধারণা করাহচ্ছে, নিজের জন্মদিনে পাওয়া কোনো উপহার প্রসঙ্গেই তিনি চিঠিটি লেখেন।
চিঠিটিসম্পর্কে জানাজানি হওয়ার পর এটি কেনার জন্য এখন বহু লোক গৌদার কাছে ধরনাদিয়েছেন। কিন্তু এটি বিক্রি করেননি তিনি। চিঠিটি কীভাবে বইয়ের ভেতর এল, সেসম্পর্কে গৌদার ধারণা, রবীন্দ্রনাথ তাঁর কোনো বন্ধুকে বইটি উপহার দেওয়ারসময় চিঠিটি লিখে থাকতে পারেন।
নিউজরুম