‘ওবামা’ নাম পেল মাকড়সা

0
213
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৫ ডিসেম্বর): শুধু টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবেই নয়, বারাক ওবামার নাম ২০০৮সালে প্রকাশিত স্পাইডার ম্যান কমিক বুকেও রয়েছেএবারে সত্যি সত্যি বারাকওবামার নাম পাচ্ছে স্পাইডার বা মাকড়সার একটি প্রজাতি
মাছ ও টিকটিকির পরএবারে ট্রাপডোর মাকড়সার একটি প্রজাতির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট বারাক ওবামার নামেএক খবরে এ তথ্য জানিয়েছে উইয়ার্ড
অ্যাপটোসটিকাস বারাকওবামানামের রোমশ এ মাকড়সা মাটির নীচে গর্ত করে বাস করে এবং জাল তৈরি করে শিকার ধরে
জুকিজসাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে অবার্ন ইউনিভার্সিটি মিউজিয়াম অব ন্যাচারালহিস্ট্রির গবেষক জ্যাসন বন্ড নতুন প্রজাতির এ মাকড়সার বর্ণনা দিয়েছেন
বারাক ওবামা ছাড়াও মাকড়সার নামকরণ করা হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে বনো, অ্যাঞ্জেলিনা জোলি, স্টিফেন কোলবার্ট উল্লেখযোগ্য
প্রসঙ্গত, এর আগে ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামেটিকটিকির একটি প্রজাতির নামকরণ করেছিলেনএ ছাড়াও যুক্তরাষ্ট্রের ডারটারপ্রজাতির একটি মাছের নাম রাখা হয়েছে ওবামা মাছ

 

নিউজরুম

 

শেয়ার করুন