বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৫ ডিসেম্বর): নতুন বছরে গুগল টেলিভিশনের দুটি মডেল বাজারে আনছে ইলেকট্রনিক পণ্যনির্মাতাপ্রতিষ্ঠান এলজি। গুগল টিভি ৩.০ সফটওয়্যারনির্ভর জিএ৭৯০০ ও জিএ৬৪০০মডেলের টেলিভিশন দুটি লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় প্রদর্শন করাহবে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
গুগল জানিয়েছে, নতুন মডেলের টিভি ৪২ থেকে ৬০ ইঞ্চি মাপের মধ্যে হতে পারে। বর্তমানে ৪৭ ও ৫৫ ইঞ্চি মাপের গুগল টিভি বিপণন করে এলজি।
নতুনমডেলের গুগল টিভিতে যুক্ত হচ্ছে কণ্ঠস্বর শনাক্তকরণ ও অনুসন্ধানপ্রযুক্তি। টেলিভিশনে থাকবে ক্লাউড প্রযুক্তিতে গেম খেলার সুবিধা। ফলেআলাদাভাবে গেম কনসোল কিনতে হবে না।
পাশাপাশি নতুন মডেলের গুগল টিভিতেথাকবে ম্যাজিক রিমোট কোয়ারটি নামে বিশেষ কন্ট্রোলার। এ কন্ট্রোলারটিতেমাইক্রোফোন, জেশ্চার ও কোয়ারটি কি-বোর্ড সুবিধা থাকছে।
এলজির প্রধাননির্বাহী হায়েস নোন জানিয়েছেন, বিনোদনপ্রত্যাশীদের প্রত্যাশা পূরণে গুগলটিভি দারুণ এক অভিজ্ঞতা হবে। মার্চ মাসে বাজারে আসতে পারে গুগল টিভি। তবে এটিভির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এলজি কর্তৃপক্ষ।
নিউজরুম