বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৪ ডিসেম্বর): ফেসবুকের নতুন যুগে স্বাগত! এ যুগে ব্যবহারকারীর পক্ষে ভালো বা মন্দ যা-ইহোক, নতুন নতুন কৌশলে ব্যবহারকারীদের পকেট থেকে অর্থ হাতিয়ে নেওয়ারসর্বোচ্চ চেষ্টা করবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ।প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্যজানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজার গবেষণাপ্রতিষ্ঠানের গবেষক ওপ্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, আয় বাড়ানোর জন্য বিনিয়োগকারীদের কাছ থেকেচরম চাপে রয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আর তাই ফেসবুকের মূলনীতি যা-ই থাক নাকেন, সেখান থেকে সরে অর্থ আয় করার প্রতি মনোযোগ দিতে হয়েছে ফেসবুকেরপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাবলিকপ্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধাননির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘অর্থ আয় করা ফেসবুকের মূল লক্ষ্য নয়।আমরা অর্থ উপার্জন করতে সেবা দিই না, বরং সেবা দিয়ে অর্থ আয় করার চেষ্টাকরি।’ কিন্তু মাত্র আট মাস না পেরোতেই শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের দামকমে যাওয়ায় তাঁর সে কথা রাখতে পারেননি জাকারবার্গ। ব্যবহারকারীদের কাছ থেকেনানা উপায়ে অর্থ নেওয়ার পরিকল্পনা করতে হচ্ছে তাঁকে। জানা গেছে, ফেসবুকেরপ্রতিটি দলকেই লাভজনক পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন ফেসবুকের প্রধাননির্বাহী জাকারবার্গ।
সম্প্রতি জাকারবার্গের নেওয়া সেসব সিদ্ধান্তেরপ্রতিফলন দেখা যাচ্ছে ফেসবুকে। অতীতে যেখানে বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদেরকাছ থেকে অর্থ আদায় করত ফেসবুক, বর্তমানে সেখানে অনেকটাই ঘোষণা দিয়ে অর্থআয় করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের নিউজ ফিডে অতিরিক্ত বিজ্ঞাপন, অপরিচিত কাউকে বার্তা পাঠাতে অর্থ পরিশোধ, ভিডিও বিজ্ঞাপনসহ নানা রকমপন্থায় ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আয়ের পরিকল্পনা করেছে ফেসবুক। আরফেসবুকের বর্তমান এ কৌশলের কঠোর সমালোচনা করছেন প্রযুক্তি-বিশ্লেষকেরা।
পিভোটালরিসার্চ গ্রুপের বিশ্লেষক ব্রায়ান ওয়াইজার জানিয়েছেন, ১০০ কোটিব্যবহারকারীর ওয়েবসাইট ফেসবুকের অবস্থা এমন বিনিয়োগকারীর মতো যে, বর্তমানেযত পার ব্যবহারকারীদের কাছ থেকে আয় করে নাও। গড়ে প্রতিজন ব্যবহারকারীর কাছথেকে এক প্রান্তিক বা তিন মাসে ১ দশমিক ২৫ ডলার আয় করছে ফেসবুক। অর্থাত্প্রতিজন ব্যবহারকারী ফেসবুকের কাছে এখন পাঁচ ডলার মূল্যমানের।
বিশ্লেষকব্রায়ান ওয়াইজার জানিয়েছেন, নতুন বছরে অর্থ আয়ের আরও নতুন নতুন কৌশল বেরকরবে ফেসবুক। ২০১২ সালে চালু করা কৌশলগুলো আরও কার্যকর করে আয় বাড়ানোরসবরকম চেষ্টা চালাবে ফেসবুক।
টাইমলাইনে পরিবর্তন:
আয় বাড়াতে আরবিজ্ঞাপনের জন্য বেশি জায়গা বের করতে ফেসবুকের টাইমলাইন আবারও নতুন করেসাজাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি টাইমলাইনে পরিবর্তন আনার বিষয়টিনিশ্চিত করেছে ফেসবুক। জানা গেছে, ব্যবহারকারীর কভার ফটো, নেভিগেশনপদ্ধতিসহ বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছে ফেসবুক। এ প্রসঙ্গে ফেসবুকের একজনমুখপাত্র জানিয়েছেন, নতুন টাইমলাইন ফিচারটি পরীক্ষা করে দেখছে ফেসবুককর্তৃপক্ষ। নতুন ফেসবুক টাইমলাইনে ভিন্নরূপে আবারও ফিরে আসছে ট্যাব। এ ছাড়াকভার ফটোর সঙ্গে থাকবে ব্যবহারকারীর পরিচয় ও প্রোফাইল ছবি। প্রোফাইলেরওপরে সাবস্ক্রাইবার সংখ্যা দেখানো হবে।
স্পনসর নিউজ ফিড:
ফেসবুকেরআয় বাড়াতে ফেসবুক যে পদ্ধতিগুলো নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অর্থেরবিনিময়ে মন্তব্য জনপ্রিয় করার কৌশল। ফেসবুকের নিউজ ফিডের মধ্যে অর্থেরবিনিময়ে জনপ্রিয় বিভিন্ন মন্তব্য দেখায় ফেসবুক। ২০১১ সালের শুরুতেই এপদ্ধতি চালু করে ফেসবুক। আগামী বছরে এ খাতটিকে আরও গুরুত্ব দেবে ফেসবুক।কারণ, এ খাতটিই ফেসবুকের আয়ের অন্যতম উত্স হয়ে দাঁড়িয়েছে।
মুঠোফোনভিত্তিক বিজ্ঞাপন:
‘স্পনসরনিউজ ফিড’ ছাড়াও ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন চালু করেছেফেসবুক। এ খাত থেকে আরও বেশি অর্থ ঘরে তোলার পরিকল্পনা করেছে ফেসবুককর্তৃপক্ষ। ফেসবুকের বর্তমান আয়ের ১৪ শতাংশ এখন মোবাইল বিজ্ঞাপন থেকেইআসছে। তাই এ খাতটিকে আরও গুরুত্ব দেবে ফেসবুক।
বিজ্ঞাপন বিনিময়:
ফেসবুকব্যবহার না করলেও ফেসবুকের কোনো ক্ষতি নেই। কারণ, যাঁরা ফেসবুক ব্যবহারছেড়ে দেবেন, তাঁদের কাছ থেকেও অর্থ আয় করার পথ বের করেছে ফেসবুক। চলতিবছরের সেপ্টেম্বর মাসে থার্ড পার্টির অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনকৌশল পরীক্ষা করেছে ফেসবুক। ব্যবহারকারীর তথ্যের বিনিময়ে অর্থ আয় করার কৌশলনিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
অর্থের বিনিময়ে মন্তব্য:
আপনারফেসবুকে করা মন্তব্যটি জনপ্রিয় করতে চান বা সবার কাছে পৌঁছাতে চান? এ জন্যঅর্থ খরচ করলেই হবে, সর্বনিম্ন সাত ডলারে মন্তব্য জনপ্রিয় করার সুযোগদিচ্ছে ফেসবুক। এভাবে মন্তব্য থেকেও অর্থ আয় করার বিভিন্ন কৌশল নিয়ে ভাবছেফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক গিফটস:
ফেসবুক সম্প্রতি গিফট বা উপহারদেওয়ার প্রচলন চালু করেছে। গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রেফেসবুক গিফটস নামের এ সেবাটি চালু হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও এসেবা চালু হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে। ফেসবুক ব্যবহারকারী তাঁরবন্ধুকে জন্মদিন বা কোনো উপলক্ষে উপহার দিতে চাইলে তাঁর বন্ধুর ফেসবুকেরপাতায় গিফটস নামের একটি আইকনে ক্লিক করে উপহার নির্বাচন করতে পারবেন। এআইকনটি ব্যবহারকারীর ফেসবুক পাতার ডানদিকে তাঁর বন্ধুর জন্মদিন, বিয়ে বাকোনো উপলক্ষ নোটিফিকেশন আকারে দেখাবে। এখানে ক্লিক করলে উপহারের জন্য একটিডিসপ্লে দেখা যাবে। এ ডিসপ্লে থেকেই পছন্দমাফিক উপহার কিনতে পারবেন ফেসবুকব্যবহারকারী। উপহার পাঠানোর জন্য এখানেই ঠিকানা লিখে দিতে হবে।স্মার্টফোনের জন্যও গিফটস সেবাটি শিগগিরই চালু করার কথা জানিয়েছে ফেসবুককর্তৃপক্ষ। এ অংশটি জনপ্রিয় করে আয় বাড়ানোর পরিকল্পনা করেছে ফেসবুক।
অর্থের বিনিময়ে বার্তা:
সামাজিকযোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে অপরিচিত কাউকে বার্তা পাঠাতে চান বা তাকেবন্ধুত্বের জন্য প্রস্তাব পাঠাতে চান? এক ডলার অর্থ খরচ করলেই তা করা যাবে।সম্প্রতি অর্থ আয় করার নতুন একটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করার ঘোষণাদিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আয় বাড়াতে ফেসবুকে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রেপরিবর্তন আনা হচ্ছে। নতুন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ কোনো বার্তা অপরিচিত কারওকাছে পাঠাতে হলে অর্থ পরিশোধ করতে হবে। প্রাথমিক অবস্থায় প্রতিটি বার্তারজন্য এক ডলার করে ধরা হলেও পরে এই মূল্যের হেরফের হতে পারে বলে জানিয়েছেফেসবুক কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ পদ্ধতিটি পরীক্ষামূলকভাবেচালু হবে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জারে অর্থেরবিনিময়ে বার্তা পাঠানো যাবে।
ভিডিও বিজ্ঞাপন:
২০১৩ সালের মার্চথেকে ফেসবুকে ভিডিও বিজ্ঞাপন চালু হতে পারে। ফেসবুকের নিউজ ফিডেব্যবহারকারী না চাইলেও দেখতেই হবে ১৫ সেকেন্ডের বাধ্যতামূলক বিজ্ঞাপন।
নিউজরুম