মুসৌরির পাহাড়ে টেন্ডুলকার

0
208
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২৫ ডিসেম্বর): ক্রিকেট-বিশ্বে তোলপাড় তুলে তিনি চলে গেছেন পাহাড়ের নির্জনতায়গত রোববারতাঁর অবসর ঘোষণা নিয়ে যখন চারদিকে হইচই, শচীন টেন্ডুলকার তখন দেরাদুনগামীবিমানেঅনেক গোপনীয়তার পরও খবরটা গোপন থাকেনিসদ্য অবসরে যাওয়াকিংবদন্তির মহামূল্যবান প্রতিক্রিয়া জানতে জলি গ্র্যান্ট বিমানবন্দরে ভিড়করেন সাংবাদিকেরাকিন্তু সবাইকে ফাঁকি দিয়ে ঠিকই বেরিয়ে যান টেন্ডুলকারসঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন, মেয়ে সারা ও কংগ্রেসের সাংসদপ্রিয়া দত্তগন্তব্য উত্তরাখন্ডের পাহাড়ি এলাকা মুসৌরিপাহাড়ের অনুপমসৌন্দর্যেই বড়দিনটা কাটাবেন টেন্ডুলকারধারণা করা হচ্ছে, নতুন বছরটাওউদ্যাপন করবেন মুসৌরির পাহাড়ের কোলে
মুসৌরিতে টেন্ডুলকার পরিবার থাকছেবন্ধু সঞ্জয় নারাংয়ের হোটেল রাগবিতেনারাং টেন্ডুলকারের অনেক পুরোনোবন্ধু, পরিচয় হয়েছিল আরেক ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্ল্ডটেল প্রধান মার্কমাসকারেনহাসের মাধ্যমেমুসৌরি ভ্রমণ এবারই প্রথম নয় টেন্ডুলকারের২০০৮সালের মার্চে এসেছিলেন একবার, আরেকবার ২০১০ সালের ক্রিসমাসেএবারও গেলেনসব কোলাহল থেকে দূরে থাকতেজীবনের অবিচ্ছেদ্য একটা অংশের সঙ্গে বিচ্ছেদেরযন্ত্রণা ভুলতে!

 

নিউজরুম

 

শেয়ার করুন