স্পোর্টস ডেস্ক(২৫ ডিসেম্বর): ক্রিকেট-বিশ্বে তোলপাড় তুলে তিনি চলে গেছেন পাহাড়ের নির্জনতায়। গত রোববারতাঁর অবসর ঘোষণা নিয়ে যখন চারদিকে হইচই, শচীন টেন্ডুলকার তখন দেরাদুনগামীবিমানে। অনেক গোপনীয়তার পরও খবরটা গোপন থাকেনি। সদ্য অবসরে যাওয়াকিংবদন্তির মহামূল্যবান প্রতিক্রিয়া জানতে জলি গ্র্যান্ট বিমানবন্দরে ভিড়করেন সাংবাদিকেরা। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে ঠিকই বেরিয়ে যান টেন্ডুলকার।সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন, মেয়ে সারা ও কংগ্রেসের সাংসদপ্রিয়া দত্ত। গন্তব্য উত্তরাখন্ডের পাহাড়ি এলাকা মুসৌরি। পাহাড়ের অনুপমসৌন্দর্যেই বড়দিনটা কাটাবেন টেন্ডুলকার। ধারণা করা হচ্ছে, নতুন বছরটাওউদ্যাপন করবেন মুসৌরির পাহাড়ের কোলে।
মুসৌরিতে টেন্ডুলকার পরিবার থাকছেবন্ধু সঞ্জয় নারাংয়ের হোটেল রাগবিতে। নারাং টেন্ডুলকারের অনেক পুরোনোবন্ধু, পরিচয় হয়েছিল আরেক ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্ল্ডটেল প্রধান মার্কমাসকারেনহাসের মাধ্যমে। মুসৌরি ভ্রমণ এবারই প্রথম নয় টেন্ডুলকারের। ২০০৮সালের মার্চে এসেছিলেন একবার, আরেকবার ২০১০ সালের ক্রিসমাসে। এবারও গেলেন।সব কোলাহল থেকে দূরে থাকতে। জীবনের অবিচ্ছেদ্য একটা অংশের সঙ্গে বিচ্ছেদেরযন্ত্রণা ভুলতে!
নিউজরুম