বিনোদন ডেস্ক (২৫ ডিসেম্বর):হলিউডের অভিনেত্রী এমা স্টোন আর তাঁর ছেলেবন্ধু অ্যান্ড্রু গারফিল্ড এবারেরবড়দিনে সুন্দর একটি কুকুর ছানার খোঁজ করছেন। আর এ কুকুর ছানার খোঁজ করতেতিনি বিভিন্ন দোকানে হানা দিচ্ছেন তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে লসঅ্যাঞ্জেলস টাইমস।
এমা স্টোনের কুকুর ছানা পালনের শখ। তাঁর কাছে সাদা ওকালো রঙের দুটি কুকুর ছানা রয়েছে। এবারের বড়দিনে আরও একটি কুকুর ছানারখোঁজে এমা স্টোন আর তার ছেলেবন্ধু অ্যান্ড্রু গারফিল্ডকে অনেক ঘোরাঘুরিকরতে দেখা যাচ্ছে।
এমার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমা স্টোন ওগারফিল্ড ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেইঅন্তরঙ্গ হতে শুরু করেন। এ বছর তাদের একত্রে ঘর সাজানোর বেশকিছু জিনিসপত্রকিনতে দেখা গেছে। সম্প্রতি দুজন একসঙ্গে বেভারলি হিলসে ২৫ লাখ ডলারে একটিবাড়িও কিনেছেন। আর সে বাড়ির সদস্য হিসেবে আরও একটি কুকুর ছানা চাই তাদের।
নিউজরুম