মালালার শিক্ষা তহবিলে অর্থসাহায্য করছেন আমজাদ খান

0
155
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৫ ডিসেম্বর):পাকিস্তানের তালেবানবিরোধী প্রতিবাদী কণ্ঠ কিশোরী মালালা ইউসুফজাইয়েরশিক্ষা তহবিলে ২৫ লাখ রুপি অর্থসাহায্য করবেন বলিউডের আলোচিতচলচ্চিত্রনির্মাতা আমজাদ খান
পাকিস্তানের মিনগোরায় নারীশিক্ষার প্রসারে একটি তহবিল গড়ে তুলেছিলেন মালালা ইউসুফজাই
মালালার শিক্ষা তহবিলে অর্থসাহায্য ছাড়াও তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন আমজাদ খানএক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে
আমজাদখান বলেন, ‘নিরক্ষরতার অভিশাপ থেকে অসংখ্য শিশুকে শিক্ষার আলোয় আনার এপ্রয়াসে অংশীদার হওয়াটা অনেক সম্মানেরএতে ভারত ও পাকিস্তানের বন্ধুত্ববাড়বে
আমজাদ খান এর আগে তালাক নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেআলোচনায় এসেছিলেনলে গয়্যা সাদ্দামনামের এই চলচ্চিত্রের জন্য তাঁকেফতোয়ার হুমকিতেও পড়তে হয়েছিল
প্রসঙ্গত, তালিবানের বিরুদ্ধে শিক্ষা আরনারী অধিকারের বিষয় নিয়ে এক সাহসী পদক্ষেপ নিয়েছিল মালালা ইউসুফজাইবিবিসিজানিয়েছে, মালালা তার নিজ শহরে তালেবানের দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েঅধিকার রক্ষার সাহসিকতা দেখিয়েছিলএরই পরিপ্রেক্ষিতে তালেবানরা তাকেহত্যার পরিকল্পনা করেমালালা ইউসুফজাইকে হত্যার উদ্দেশ্যে স্কুলবাসে উঠেএক ঝটিকা আক্রমণ চালায় তালেবানএ সময় গুলিবিদ্ধ হয় মালালা ও তার একসহপাঠীউন্নত চিকিত্সার জন্য মালালাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়বর্তমানে সেখানেই আছে মালালা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন