দীপিকার প্রতিযোগী দীপিকা

0
197
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৫ ডিসেম্বর):দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়ভারতের জাতীয়চ্যাম্পিয়নশিপের মুকুটও পরেছিলেন তিনিখেলোয়াড় বাবার প্রাণশক্তিই নাকিদীপিকার মনে এঁকে দিয়েছে প্রতিযোগী মনোভাবদীপিকা পাড়ুকোন বললেন, ‘সবাই তোআর সব ছবিতে অভিনয় করতে পারেন নাআমিও অন্য কারও সঙ্গে প্রতিযোগিতা করিনাআমার প্রতিযোগী আমি নিজেইএর মধ্যে বলে নেওয়া ভালো, দীপিকাও বেশ ভালোব্যাডমিন্টন খেলেনএ জন্য তিনি বলেন, ‘আমিও একজন খেলোয়াড়তাই জানি, কীকরে ভালোভাবে প্রতিযোগিতা করা যায়শিগগিরই মুক্তি পাচ্ছে এই বলিউড তারকাররেস টু ছবিটিছবির নামেই আছে প্রতিযোগিতাতাই দীপিকাকে প্রশ্ন করাহয়েছিল প্রতিযোগিতা আর প্রতিযোগী নিয়েকৌশলী দীপিকা বেশ ভালোই উত্তরদিয়েছেন বলা যায়

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন