ক্ষমতা দখলের আওয়ামী লীগের চেষ্টা সফল হবে না : এম কে আনোয়ার

0
817
Print Friendly, PDF & Email

 

ঢাকা (২৪ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম  কে আনোয়ার বলেছেন, নিজেদের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের চেষ্টা করলে তা কখনো সফল হবে না। বিএনপিকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। এমন পরিস্থিতি আমরা চাই না।
আজ সকালে জাতীয় প্রেস কাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন।
বিএনপির আটক নেতাদের মুক্তি এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপি নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার বলেন, সারা দেশের মানুষের দাবি সুষ্ঠু নির্বাচন। আর তা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে অতীতেও কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ভবিষ্যতেও হবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি মেনে নিন। তাহলে সংসদের ভেতরে বাইরে এই সরকারব্যবস্থার রূপরেখা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব।

নিউজরুম

     
শেয়ার করুন