আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যে রোববার পুলিশের গুলিতে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আজ সোমবার পুলিশের পাঁচজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খবর পিটিআইয়ের।
মণিপুরে সহিংসতার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব সুরেশ বাবুকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এক নাগা জঙ্গিকে গ্রেপ্তারের দাবিতে রাজ্যের রাজধানী ইম্ফলের থাংমেইবন্দে গতকাল বিক্ষোভ চলছিল। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। ঘটনার দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাইমটাইম নিউজ চ্যানেলের সাংবাদিক থাংজাম নানাও সিং পুলিশের গুলিতে নিহত হন।
ওই নাগা জঙ্গির বিরুদ্ধে ১৮ ডিসেম্বর এক চলচ্চিত্র অভিনেত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
গতকাল সন্ধ্যায় অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়নের একটি প্রতিনিধিদল মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ইবোবি সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করে। এ সময় মুখ্যমন্ত্রী দোষী পুলিশের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার নেওয়ার নিশ্চয়তা দেন।
নিউজরুম