ঢাকা (২৪ ডিসেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পিপল এমপাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রস্তাব গৃহীত হওয়ায় মন্ত্রিসভায় তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জাতিসংঘে অটিজম বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাব গৃহীত হওয়ায়ও মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
এ ছাড়া মন্ত্রিপরিষদ জাতীয় সংসদে নতুন বছরের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার সংক্ষিপ্তসার অনুমোদন করেছে।
বৈঠকে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।