ঢাকা (২৪ ডিসেম্বর) : খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার দুপুরে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম তার দলের পক্ষে এ সহযোগিতা চান।
তিনি বলেন, “রাজধানীতে বুধবার গণসংযোগ করবে ১৮ দল। এ কর্মসূচিতে খালেদা জিয়া গাবতলী, কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডায় ৬টি পথসভায় বক্তব্য রাখবেন।”
সকাল ১১টায় গাবতলী থেকে খালেদা জিয়া এই গণসংযোগ শুরু করবেন বলে জানান তরিকুল ইসলাম।
তিনি আরো জানান, নির্দলীয় সরকারের দাবিতে জনমত গড়ার লক্ষ্যে ১৮ দলীয় জোট ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জোটনেত্রী খালেদা জিয়া রাজধানী ঢাকায় এবং অন্য ৭টি মহানগরে জোটের শীর্ষ নেতারা গণসংযোগ করবেন।
তরিকুল ইসলাম বলেন, “আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এরই মধ্যে ৬টি পথসভার অনুমতি পেয়েছি। আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই।”
দেশবাসীকে এ কর্মসূচিতে অংশ নিয়ে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করানোর আহবান জানান তরিকুল।
তিনি বলেন, “মানববন্ধন হচ্ছে নিরামিষ কর্মসূচি, এতে কোনো আমিষ নেই। সেই কর্মসূচিকে কেন সরকারের কেনো এতো ভয়- আমরা বুঝতে পারি না।”
মানববন্ধন কর্মসূচি যদি সরকারের ভাষায় অশান্তির কর্মসূচি হয়, তাহলে শান্তিপ্রিয় কর্মসূচির সংজ্ঞা কি তা জানতে চান তরিকুল।
২৬ ডিসেম্বরের কর্মসূচি শেষে জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলেও জানান তরিকুল।
এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম। বৈঠকে বুধবারের (২৬ ডিসেম্বর) গণসংযোগ কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাদের, মহানগর নেতা শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজরুম