গাড়িতে তারবিহীন মুঠোফোন চার্জ

0
214
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৪ ডিসেম্বর):শিগগিরই গাড়ি চালানোর সময় তারবিহীন পদ্ধতিতে স্মার্টফোনে চার্জ দেওয়াযাবেএ পদ্ধতিতে চার্জ দেওয়ার সময় কোনো চার্জার কিংবা অ্যাডাপ্টরেরপ্রয়োজন পড়বে নাগাড়িতে রাখা বিশেষ ওয়্যারলেস ম্যাট স্মার্টফোন চার্জেব্যবহূত হবেবিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গাড়িতে চলার সময় তারবিহীন পদ্ধতিতে মুঠোফোনচার্জ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেপদ্ধতিটির নাম চিএটি মূলতচুম্বকীয় পদ্ধতি
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০০৮ সালেওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম নামের একটি সংস্থা একশোর বেশি ফোনব্র্যান্ডের সঙ্গে একটি চুক্তি করে এবং ওয়্যারলেস পাওয়ারের একটি সর্বজনীনমান দাঁড় করায় যা চিনামে পরিচিত
টয়োটার আভালন সেডান মডেলের গাড়িতে এ পদ্ধতি ব্যবহূত হবে২০১৩ সালে এ গাড়ি বাজারে আনবে টয়োটা
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে চিপ্রযুক্তি সমর্থন করে এমন ৩৪ টিমডেলের স্মার্টফোন বাজারে পাওয়া যায়উল্লেখ্যযোগ্য স্মার্টফোন মডেলগুলোহচ্ছে- এলজি গুগল নেক্সাস ৪, নকিয়া লুমিয়া ৯২০ ও এইচটিসি উইন্ডোজ ফোন৮এক্সঅন্যান্য স্মার্টফোনে অ্যাড অন পদ্ধতি ব্যবহার করে তারবিহীন উপায়েচার্জ দেওয়া যাবে
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসও তারবিহীন পদ্ধতিতে গাড়িতে মুঠোফোন চার্জ পদ্ধতি চালু করার পরিকল্পনা করেছে
প্রসঙ্গত, ইসরায়েলের পাওয়ারম্যাট টেকনোলজি তারবিহীন পদ্ধতিতে চার্জ দেওয়ার ম্যাট তৈরি করে
গবেষকেরা জানিয়েছেন, অনেক প্রতিষ্ঠানই গাড়িতে তারবিহীন চার্জিং পদ্ধতি চালু করতে কাজ করছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন