আসছে ল্যাপ-ট্যাব এলিটবুক

0
213
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি

 

ডেস্ক(২৪ ডিসেম্বর): ল্যাপটপ, ট্যাবলেট ও ডেস্কটপ হিসেবে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছে হিউলিটপ্যাকার্ড বা এইচপিএক পণ্য থেকে আরেক পণ্যে রূপান্তরযোগ্য এইচপির নতুন এপণ্যটির নাম এলিটবুক রিভলভ

 

২০১৩ সালের মার্চ মাসে বাজারে আসবে এইচপির এল্যাপ-ট্যাবটিএক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটম্যাশেবল
এলিটবুক রিভলভনামের ল্যাপ-ট্যাবটিতে থাকবে ইনটেলেরপ্রসেসর, ৪ গিগাবাইট র্যাম১১.৬ ইঞ্চি টাচ প্রযুক্তির এ ট্যাবলেটে ১৩৬৬বাই ৭৬৮ রেজুলেশনে ছবি দেখা যাবে

 

 

 

ল্যাপ-ট্যাবটির ডিসপ্লে হিসেবে ব্যবহারকরা হয়েছে গোরিলা গ্লাস ২
২২.৪ মিলিমিটার পুরুত্বের এ ল্যাপ-ট্যাবটিরওজন হবে ১.৩৭ কেজিল্যাপ-ট্যাবটির সঙ্গে থাকবে ফুল কোয়ারটি কি-বোর্ড, চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা, এনএফসি, ব্লুটুথ, ইথারনেট পোর্ট, ইউএসবি ও ডিসপ্লে পোর্ট
এইচপির এ ল্যাপ-ট্যাবটি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮অপারেটিং সিস্টেম সমর্থন করবে২০১৩ সালের মার্চ মাস নাগাদ এল্যাপ-ট্যাবটির দাম ঘোষণা করবে এইচপি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন