বিনোদন ডেস্ক (২৪ ডিসেম্বর): ২০০৫ সালের ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতমপ্রতিযোগী রিংকু এবার স্টুডিও গড়েছেন। নাম ‘স্টুডিও সম্পর্ক’। রাজধানীরমগবাজারে আজ সন্ধ্যায় স্টুডিওটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে; একই সঙ্গেউদ্বোধন হবে রিংকুর ওয়েবসাইট— www.baulৎinku.com।
রিংকু বলেন, ‘আমারশুরুটা খুব বেশি দিনের নয়। এর মধ্যেই যতটুকু বুঝতে পারছি, তা হলো, পর্যাপ্তসুযোগ-সুবিধার অভাবে লোকগানকে যথাযথভাবে নাগরিক সমাজে তুলে ধরা সম্ভবহচ্ছে না। প্রযুক্তিনির্ভর না হয়ে সংগীতের আদি বাদ্যযন্ত্র ব্যবহার ও গানতৈরির যথাযথ পরিবেশ তৈরির স্বপ্ন নিয়ে আমি স্টুডিওটি দিয়েছি।’
রিংকু জানান, যেকোনো শিল্পী এখানে গানের কাজ করতে পারবেন। স্টুডিওতে আধুনিক প্রযুক্তিসুবিধা রাখার চেষ্টা করেছেন তিনি।
নিউজরুম