সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

0
244
Print Friendly, PDF & Email

ডেস্ক (২৪ ডিসেম্বর):- সিরিয়ার হামা প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সেখানকার বিদ্রোহীরা।

রোববার হামা প্রদেশের হালফায়া শহরের একটি রুটি তৈরির কারখানায় (বেকারি) চালানো ওই হামলায় আহত হয়েছেন অসংখ্য।

সবশেষ বিমান হামলা সম্পর্কে সামির আল হামাই নামে এক বিরোধী কর্মী একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ‘হতাহতের সঠিক সংখ্যা বলা সত্যিই কঠিন। কারণ আমরা সেখানে গিয়ে শুধু মানুষের স্তুপ দেখেছি। এদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল।’

আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রি সিরিয়ান আর্মি হামা প্রদেশের অগ্রসর হয়। প্রদেশটির কিছু অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর পাঁচ দিন আগে হালফায়া প্রদেশকে ‘মুক্ত ভূমি’ ঘোষণা করেছিল বিদ্রোহীরা।

বিদ্রোহীরা ২১ মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই চালাচ্ছে।
বিরোধীরা দাবি করেছে, সিরিয়ার সহিংসতায় ৪৪ হাজার লোক মারা গেছে। নিহতদের মধ্যে ৩১ হাজার বেসামরিক লোক রয়েছে।

নিউজ রুম

শেয়ার করুন