বিনোদন ডেস্ক (২৪ ডিসেম্বর): কাউকে এতটা ভালোবাসা যায়, এটা নাকি কল্পনাতেই ছিল না মেগান ফক্সের। এমনঅনুভূতি তাঁর আগে কখনো হয়নি।
ইউএস ম্যাগাজিনকে বলেছেন মেগান ফক্স, যেনবুকের ভেতরটা বিস্ফোরিত হয়ে যাবে। আর এই ভালোবাসার খুদে মানুষটি হলো তাঁরছেলে নোয়াহ। গত ২৭ সেপ্টেম্বর মা হয়েছেন মেগান। সম্প্রতি তিনি মা হওয়ারঅভিজ্ঞতার কথা বলেছেন এভাবে, ‘আমার স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন যখন আমাকেহাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, আমি তখন ব্যথায় চিৎকার করছিলাম।’
তবে এরমধ্যেও গ্ল্যামারের দিকে নজর রাখতে ভোলেননি তিনি। মেগান বলেন, ‘আমার চুলভেজা ছিল। কিন্তু হাসপাতালে যাওয়ার আগে ব্লো ড্রাই করে নিয়েছিলাম। ভেজাচুলে হাসপাতালে যেতে চাইনি আমি।’
নিউজরুম