জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ছেলের বাবা

0
190
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক (২৪ ডিসেম্বর) ছেলের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদআজ ২৪ ডিসেম্বরসোমবার সকালে হাবিব ওয়াহিদ ছেলে সন্তানের বাবা হয়েছেনঢাকার সেন্ট্রালহাসপাতালে চিকিত্সক মালিয়া রশিদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমেপৃথিবীর মুখ দেখে হাবিবের প্রথম সন্তানহাবিবের স্ত্রী রেহান এবং সন্তানউভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাবিব
বাবা হওয়ার অনুভূতি প্রকাশকরতে গিয়ে হাবিব বলেন, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়বিশ্বাসইহচ্ছে না আমি বাবা হয়েছিসব মহান আল্লাহর ইচ্ছাতাঁর কাছে শুকরিয়াআদায় করছি আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে
এদিকেহাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ আজ সকাল থেকেই খোশ মেজাজে আছেনদাদা হওয়ারঅনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এটা আসলে অন্যরকম এক মজার অনুভূতিঅনুভূতি তারাই উপলব্ধি করতে পারবেন যারা দাদা-নানা হয়েছেনআমার পরিবারেএই মুহূর্তে ঈদের আনন্দসবার কাছে দোয়া চাই আমার নাতি যেন ভালো থাকে, সুস্থ থাকেদুএকদিনের মধ্যেই হাবিব তার স্ত্রী পুত্রসহ ধানমন্ডির বাসায়ফিরবেন বলে জানিয়েছেন তিনি

 

নিউজরুম

 

শেয়ার করুন