বিনোদন ডেস্ক (২৪ ডিসেম্বর) ।ছেলের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। আজ ২৪ ডিসেম্বরসোমবার সকালে হাবিব ওয়াহিদ ছেলে সন্তানের বাবা হয়েছেন। ঢাকার সেন্ট্রালহাসপাতালে চিকিত্সক মালিয়া রশিদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমেপৃথিবীর মুখ দেখে হাবিবের প্রথম সন্তান। হাবিবের স্ত্রী রেহান এবং সন্তানউভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাবিব।
বাবা হওয়ার অনুভূতি প্রকাশকরতে গিয়ে হাবিব বলেন, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশ্বাসইহচ্ছে না আমি বাবা হয়েছি। সব মহান আল্লাহর ইচ্ছা। তাঁর কাছে শুকরিয়াআদায় করছি আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে।
এদিকেহাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ আজ সকাল থেকেই খোশ মেজাজে আছেন। দাদা হওয়ারঅনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এটা আসলে অন্যরকম এক মজার অনুভূতি। এঅনুভূতি তারাই উপলব্ধি করতে পারবেন যারা দাদা-নানা হয়েছেন। আমার পরিবারেএই মুহূর্তে ঈদের আনন্দ। সবার কাছে দোয়া চাই আমার নাতি যেন ভালো থাকে, সুস্থ থাকে। দু’একদিনের মধ্যেই হাবিব তার স্ত্রী পুত্রসহ ধানমন্ডির বাসায়ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
নিউজরুম