বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র বহিস্কার

0
219
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক, রংপুর(২৪ ডিসেম্বর) ।।শিক্ষককে পেটানোর অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৩ ছাত্র লীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে ক্ষহিস্কার করা হয়েছে

 

এদের মধ্যে পরিসংখ্যান বিভাগের ইমতিয়াজ আলম বসুনিয়াকে স্থায়ী ভাবে , মার্কেটিং বিভাগের তিতাস চন্দ্রকে ১ বছরের জন্য এবং ইতিহাস বিভাগের নিয়াজ মোরশেদকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে তবে পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপন রাখায় শিক্ষক ও ছাত্রদের মাঝে ক্ষোভের সৃষ্টিন হয়েছে

 

উল্লেখ্য গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের খেলার মাছে ফুটবল খেলাকে কেন্দ্র করে রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল লতিফকে ওই ৩ শিক্ষক পিটিয়ে আহত করে এ ঘটনায় শিক্ষক সমিতি ৩ ছাত্র লীগ কর্মীর শাস্তির দাবিতে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে সিন্ডিকেট সভায় ৩ ছাত্রকে বিভিন্ন মেয়াদে সাজা দেবার সিদ্ধান্ত গ্রহন করা হয় বৃহসপতিবার বহিস্কৃত ছাত্রদের বাসার ঠিকানায় এ সংক্রান্ত আদেশ নামা পাঠিয়ে দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সুত্রে গেছেএ ব্যাাপারে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের রহস্যজনক আচরনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারন শিক্ষকরও ছাত্ররা নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন শিক্ষক  জানিয়েছেন সিন্ডিকেটের সভায় সর্ব সম্মত সিদ্ধান্তের পর  এ ব্যাাপারে গোপনীয়তা অবলম্বন করা শোভনীয় হচ্ছেনাশুধু মাত্র বহিস্কৃত ছাত্রদের বাড়িতে বাড়িতে পত্র পাঠিয়ে অবগত করলে চলবেনা পুরো বিষয়টি মিডিয়াকে জানাতে হবে

 

নার্বিক বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারার কেউই ফোন রিসিভ করেননিতবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আবু ইকবাল মোহাম্মদ রুমি শাহের সাথে যোগাযোগ করা হলে তিনি ছাত্রকে বহিস্কার করার কথা স্বীকার করলেও আর কোন মন্তব্য করতে রাজি হননি

 

নিউজরুম

 

শেয়ার করুন