স্পোর্টস ডেস্ক (২৪ ডিসেম্বর):–মার্টিন গাপটিলের অপরাজিত শতকের সৌজন্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতেডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। বুধবার পোর্ট এলিজাবেথে তৃতীয়টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৭তম ওভারে বৈদুতিক গোলযোগেরকারণে খেলা বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খেলা শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্যনেমে আসে ১৯ ওভারে।
ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস হেরে ব্যাট করতেনেমে ৫ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ডাকওয়ার্থ/লুইসপদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৬৯। জবাবে শেষ বলে ২ উইকেটেলক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে রব নিকোলেরসঙ্গে গাপটিলের ৭৬ রানের উদ্বোধনী জুটি নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনেদেয়। দ্বিতীয় উইকেটে ৭ ওভার ১ বলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গেগাপটিলের ৭১ রানের জুটি নিউজিল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসে।
তৃতীয়উইকেটে ২ ওভারে কলিন মুনরোর সঙ্গে গাপটিলের ২০ রানের অবিচ্ছিন্ন জুটিরসুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। শেষ বলে চার হাঁকিয়ে দলকে জয় এনেদেয়া গাপটিল অপরাজিত থাকেন ১০১ রানে। এটি তার প্রথম শতক। গাপটিলের ৬৯ বলেরইনিংসটি ৬টি ছক্কা ও ৯টি চার সমৃদ্ধ।
এর আগে ১৩ রানে রিচার্ড লেভিরবিদায়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে হেনরিডেভিডসের (৫৫) সঙ্গে অধিনায়ক ফাফ দু প্লেসির ৬৮ রানের জুটি প্রাথমিক ধাক্কাসামাল দেয়। ডেভিডসের ৩৮ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা।
তৃতীয়উইকেটে ডেভিড মিলারের (১৮ বলে ৩৩) সঙ্গে দু প্লেসির (৬৩) ৭৯ রানের জুটিরসৌজন্যে দেড়শ পেরুয় স্বাগতিকরা। প্লেসির ৪৩ বলের ইনিংসটি ৮টি চার ও ১টিছক্কা সমৃদ্ধ।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ডুগ ব্রেসওয়েল। তার তিনটি উইকেটই এসেছে ১৯তম ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণআফ্রিকা: ১৬৫/৫ (লেভি ৫, ডেভিডস ৫৫, দু প্লেসি ৬৩, মিলার ৩৩, বেহারদিন ৫*, পিটারসন ০, ডি কুক ০*; ব্রেসওয়েল ৩/৩৩, ম্যাকক্লিনাগান ১/৩২, হিরা ১/৩৭)
নিউজিল্যান্ড: (গাপটিল ১০১*, নিকোল ২৫, ম্যাককালাম ১৭, মুনরো ৮*; ম্যাকলারেন ১/২৬, পিটারসন ১/২৮)