আধুনিক শুটিং কমপ্লেক্সের উদ্বোধন

0
186
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক (২৪ ডিসেম্বর): গতকাল রোববার গুলশান শুটিংকমপ্লেক্সকে আধুনিকায়নের কাজ শেষ হয়েছেসম্প্রসারিত আধুনিক শুটিংকমপ্লেক্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীসৈয়দ আশরাফুল ইসলামউদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়স্থায়ী কমিটির চেয়ারম্যান  জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব নূরমোহাম্মদ ও বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মমিনুর রহমানউপস্থিত ছিলেন১১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে গুলশানস্থ জাতীয় শুটিংকমপ্লেক্সের সপ্রসারন ও আধুনিকায়নের মধ্যে রয়েছে ডরমেটরি ভবনের উর্ধ্বমুখীপ্রসারন ও নতুন ১০ মিটার শুটিং রেঞ্জ, ৫০ ও ২৫ মিটার রেঞ্জ বাফার ওয়াল, ১০, ২৫ ও ৫০ মিটার অটোমেটিক টার্গেট চেঞ্জার, ১০ মিটার ইলেকট্রিক টার্গেটচেঞ্জার, ইভেন্ট তিনটির রেঞ্জে শুটিং সরঞ্জাম, জিমনেসিয়াম, ১০ ও ২৫ মিটারশুটিং রেঞ্জের উপর স্টিল প্রি ফেব্রিকেটেড সেড, ৫০০ কেভিএ সাব স্টেশন, গ্যালারি সংস্কার

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীবলেন,’সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির আওতায় ইতোমধ্যেই দেশের ক্রীড়াঅবকাঠামোগত উন্নয়নে ৩৫টি জেলায় স্টেডিয়াম নির্মাণ ও ৪৭৬টি উপজেলায় একটি করেমিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছেপর্যায়ক্রমে দেশের সকলপুরাতন জেলা স্টেডিয়ামগুলোকে সংস্কার ও আধুনিকায়ন করার কর্মসূচিও হাতে নেয়াহয়েছেতিনি জানান, আধুনিয়কায়নের ফলে বর্তমানে এই শুটিং কমপ্লেক্সটি একটিআন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জে পরিণত হলো

 

শেয়ার করুন