স্পোর্টস ডেস্ক (ডিসেম্বর ২4) –বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চার দিনের ক্রিকেটপ্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) প্রথম আসর। রোববারবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এই তথ্য।
উদ্বোধনী দিনেমিরপুরে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন এবং বগুড়ায় ইসলামীব্যাঙ্ক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন মুখোমুখি হবে।
২ জানুয়ারি মিরপুরে ইসলামি ব্যাঙ্ক ইস্ট জোন ও প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন এবং বগুড়ায় ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন খেলবে।
৮জানুয়ারি মিরপুরে প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন এবং বগুড়ায়ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন মুখোমুখি হবে।
এউপলক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদসম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, “২৭ডিসেম্বর থেকে দুটি ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লিগ-বড় দৈর্ঘ্য শুরু হচ্ছে।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দুস্টেডিয়ামে খেলা হবে।”
“খুলনায় খেলা হওয়ার কথা ছিল। কিন্তু বিমানে যাতায়াতের সুবিধা না থাকায় বগুড়াকে ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে,” যোগ করেন তিনি।
বাংলাদেশেরসাবেক অধিনায়ক আরো বলেন, “একক লিগ পদ্ধতিতে খেলা হবে বলে বিপিএল শুরুহওয়ার আগেই গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে। বিপিএলের পর ও শ্রীলঙ্কা সফরের আগেফাইনাল অনুষ্ঠিত হবে। দিন-রাতের সেই ম্যাচে গোলাপি রংয়ের বল ব্যবহৃত হবে।”
“এইপ্রতিযোগিতার প্রথম শ্রেণীর মর্যােদা পাওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করাহবে। আইসিসির অনুমোদন পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী,” যোগ করেন তিনি।
সম্প্রচারও টাইটেল স্পন্সরের ব্যাপারে আলোচনা হলেও এখনো কোনোটাই চূড়ান্ত হয়নি বলেজানিয়েছেন নাঈমুর। নর্থ জোন ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় তা বোর্ডই চালাবে বলেওজানিয়েছেন তিনি।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনফ্র্যাঞ্চাইজি দেবে কিনা জানতে চাইলে নাঈমুর বলেন, “বেতন দেয়ার দায়িত্ববোর্ডের। বোর্ডই তা দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিরা অন্য খরচ বহন করবে।”
“জাতীয়লিগের পাশাপাশি আরেকটি টুর্নামেন্ট শুরু হওয়ায় খেলোয়াড়দের আয় এমনিতেইবাড়ছে। তাছাড়া এই লিগের সঙ্গে যুক্ত সবার আর্থিক সুবিধার কথাও বিবেচনা করাহয়েছে,” যোগ করেন তিনি।
এই প্রতিযোগিতায় জাতীয় লিগের চেয়ে বেশিপ্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন বিসিবি অ্যাডহক কমিটির আরেক সদস্য খালেদমাহমুদ সুজন। তিনি বলেন, “দুটি বিভাগের ৩০/৩৫ জন খেলোয়াড় থেকে দল গঠন করায়অবশ্যই এই প্রতিযোগিতায় তীব্র লড়াই হবে। জাতীয় লিগের চেয়েও কঠিন লড়াইহওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের উদয় হাকিম, প্রাইম ব্যাঙ্কের সাইফুল ইসলাম ও ইসলামী ব্যাঙ্কের আতাউর রহমান।