শিক্ষা ডেস্ক (২৩ ডিসেম্বর)। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালিত হলোগাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের উদ্বোধন করেনভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।সকালে বিশ্ববিদ্যালয়েরভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ভিসি পায়রা উড়িয়েবিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়াবিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।