বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, (২৩ ডিসেম্বর)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আবারও আক্রান্ত হয়েছে। এ মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হ্যাক হলো ওয়েবসাইটটি।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ইনডেক্স অংশ (www.mofa.gov.bd/index.php) খুললে দেখা যায়, সেখানে অ্যাননগোস্ট নামের একটি সংগঠনের লোগো, বার্তা ও একটি ছবি রয়েছে।
কালো ব্যানারের ওপর বার্তায় বিভিন্ন দেশের সরকারকে হুমকি দিয়ে বলা হয় কোনো অবিচার ও নির্যাতন সহ্য করা হবে না।
ওয়েবসাইটের হোম পেইজে (www.mofa.gov.bd) লেখা আছে ‘দ্য ওয়েবসাইট ইস আন্ডার মেইনটেন্যান্স অ্যান্ড কামিং সুন”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওয়েবসাইট আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে গত ৯ ডিসেম্বরও আক্রান্ত হয়েছিল ওয়েবসাইটটি। তখন হ্যাকারদের বার্তায় বলা হয়, “পাকিস্তান সাইবার আর্মির পক্ষ থেকে একটি প্রতিশোধ। এটি কোনো খেলা নয়। আগুন নিয়ে খেলা করো না।”