রাজশাহীতে দুই মিনিটের মিছিলে তিন ককটেল বিস্ফোরণ

0
162
Print Friendly, PDF & Email

রাজশাহী (২৩ ডিসেম্বর) রাজশাহীতে রোববার জামায়াত-শিবিরের কর্মীরা দুই মিনিটের একটি ঝটিকা মিছিল করে। মিছিল শেষে তাঁরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়েন। ঘটনার পরপরই পুলিশ গিয়ে কাউকে খুঁজে পায়নি। তবে সন্দেহজনক চলাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে রাজশাহী নগরের রানীনগর এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। তাঁদের হাতে ইটের টুকরা ছিল। তাঁরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রায় দুই মিনিটের মধ্যে নগরের অলকার মোড়ে এসে তিনটি গলিপথে ঢুকে যান। এ সময় তাঁরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য তাঁরা মিছিল বের করে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা পালিয়ে যান। পরে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত কি না তা যাচাই করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজরুম

শেয়ার করুন